যে মানুষটা আমাদের ৯০ দশকের ছাত্রদের বই পড়া শিখিয়েছিলেন তিনি ছবির এই বিখ্যাত মানুষটি।
শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যার।
আপনার জন্ম না হলে আমারা জোৎস্না দেখা শিখতাম না।
আপনি না জন্মালে আমরা হাসতে হাসতে কঠিন পরিস্থিতি মেনে নেয়া শিখতাম না।
আপনি আমাদের বৃষ্টি উপভোগ করা শিখিয়েছেন।
আপনার কারণে আমার পকেট ছাড়া একটি হলুদ পাঞ্জাবি বানাতে হয়েছিল - হিমু হয়েছিলাম বলে।
আপনাকে খুব মিস করছি আমরা।
আরেকজন হুমায়ূন আহমেদ আমরা কি কোনদিন পাব?!!!
লেখক: সোহেল এমডি রানা
এমটিনিউজ২৪/টিটি/পিএস