পাঠকই লেখক ডেস্ক : ৩ ওভারে ২৪ রান। ১৭ বলে ৪২ রান। এটা হল গতকাল ম্যাশের পারফরমেন্স। গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গতকাল। হেরেছে চট্টগ্রাম তবুও মনটা খুশি। যার কারণ ম্যাশ।
ভাইকিংস ও রংপুর গতকাল একটা ফাইটিং ম্যাচ উপহার দিয়েছে দর্শকদেরকে। পুরো ম্যাচ জুড়েই ছিল টান টান উত্তেজনা। শেষ বল পর্যন্তও বলা যায়নি কে জিতবে? এমন ম্যাচ দেখে বেশ মজা লাগে। মজা দিগুণ হয় যখন দেশি খেলোয়াড়রা অবদান বেশি রাখে।
গতকাল রংপুরের এই জয়ে দেশি খেলোয়াড়দের ভূমিকাই ছিল বেশি। আর আমরা এটাই তো চাই। ম্যাশ [42(17)], মিঠুনের [44(29)] ঝড়ই ম্যাচকে লড়াকু ম্যাচ বানিয়েছিল। পরিশেষে থিসারা পেরেরার ফিনিশিংয়ে ৩ উইকেটে ভাইকিংসকে হারাতে সক্ষম হয় রংপুর।
.
ম্যাচ শেষ হওয়ার পরেও যেন কিছু দৃশ্য অপেক্ষা করছিল। ভাইকিংসের হয়ে শেষ ওভারটা করেছিল স্পিড স্টার তাসকিন। তার উপর ছিল দলকে জিতানোর দায়িত্ব। সম্ভাবনাও জাগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারেননি। তাই হতাশ ছিলেন। ম্যাশ এসে সান্ত্বনা দিয়েছিলেন। এটাই তো ম্যাশ। এটাই তো বস। এটাই তো ক্যাপ্টেন। <3 love u boss <3
অনুপ্রেরণার অপর নাম।
ভালবাসার অপর নাম।
লড়াকুর অপর নাম।
ভরসার অপর নাম।
ম্যাশ ম্যাশ ম্যাশ।
লেখা : নিশি চৌধুরী
এমটিনিউজ২৪/এম.জে/এস