আমার এ ভালোলাগা আর কিছুতেই নয়
কেবলি তোমার জন্য এসব ভালোলাগা,
ঘন বর্ষা, মেঘলা অাকাশে নির্মল বাতাস
এর সাথে দু এক ফোটা বৃষ্টি।
ঝলমলে আমপাতা ছায়ায়-ঘুরে ফিরে কাটানো ,
আর কিছু নয়,কেবল তোমাকে ভালোলাগে বলে,
ঝংকারে তুলে নিয়ে প্রিয় শব্দ
ডুবাই কবিতার বুকে,
পাথর যেমন ডুবে থাকে সমুদ্রের বুকে-বালির গন্ধ মেখে।
আর কিছু নয়,এ কবিতা কেবল তোমার জন্য।
আমি ভালোবাসি-
দীর্ঘ গায়কের কন্ঠ
পাখির শীষ
নিখিলের বিচিএ রং,জোসনা ভরা নিশিথের বন
তোমার অতল স্পর্শ লোভো
ভালোবাসি দোহটাকে
তাই যৌবনটাও বাদ যাবে না।
আর কিছুতেই নয়,নামকরন কেবল তোমাকে ভালোবাসি বলে
আমি গড়ে তুলেছি
আমার ভালোবাসার পৃথিবী।
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ