সানজিদা আফরিনের ছড়া, ‘সাদা মেঘের খেলা’
আকাশ ভরা সাদা মেঘের ভেলা,
খেলছে কেমন তাক লাগানো খেলা ,
একেক সময় হচ্ছে একেক ছবি
কখনো বা কাজী নজরুল
কখনো বা রবি।
কখনো বা ফুলের মতো
পাপড়ী মেলে ফোটে
কখনো বা সাদা ঘোড়া
লাগাম বিহীন ছোটে।
শাপলা ফোটা পুকুর আবার
শস্য ভরা মাঠ,
আকাশ জুড়ে জমছে যেনো
ঠাকুর বাড়ির হাট ।
মাঝে মাঝে দেখি চেয়ে
ডানাকাটা পরী,
আবার দেখি কাঁটা ছাড়া
দাদুর পুরান ঘড়ি ।
পাশের বাড়ির টুনির পুতুল
ঐ তো আকাশ জুড়ে,
সাদা মেঘের দেশে সেটা
খেলছে ঘুরে ঘুরে ।
শিমুল তুলোর মতো সাদা
দাদীর পানের চুন,
সাদা মেঘ তুই এতো সাদা
তোর কতো যে গুন ।
এতো ছবি আঁকতে পারিস,
আকাশ জুড়ে থাকতে পারিস,
তোর কতো যে সুখ,
তোর দিকেতে তাকিয়ে থাকি
একটি ছবি আমি আঁকি
আমার মায়ের মুখ।
১৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ