রাজীব মাহমুদ প্রেম:
জীবনের শেষ সময়ে, অপূর্ণ সব আশা
পেলাম নাকো বাঁচার মত সত্যি ভালোবাসা।
আজ জনমের বিদায় বেলায় ভাসছে কত মুখ
সবাই শুধু আশা দিলো কেউ দিলোনা সুখ।
বাঁচতে সবার ইচ্ছে জাগে যদি মরণ এসে ডাকে
কিন্তু বেঁচে থেকে রাখবো সুখে কাকে ?
পারবো নাকো ছিনিয়ে নিতে তোমার ভালোবাসা
মরণ হলেও থাকবে বেঁচে তোমায় নিয়ে গড়া আমার ছোট্ট ছোট্ট আশা।
স্টেশনের রেলগাড়িটির জং ধরা এই চাকা
অবিরত ঘুরছে কেমন তড়িৎ চালিত পাখা।
মিস্টি হেসে ডাকছে আমায় বলছে করো দান,
শেষ করে দাও স্বপ্নে গড়া বিষাক্ত এই প্রান।
কাল সকালে কাঁদবে সবাই আমার লাশের পাশে
অশ্রু সজল তোমার দুচোখ আজি-ই আমার চোখে ভাসে।
বলবো আমি শুনবে কি তুমি,
দেখছো আমায় কি?
তোমার তরে আমি আমার জীবন দিয়েছি।
শেষ সময়েও আমার চোখে ভাসছে তোমার ছবি,
আমি যে গোধুলী লগনে হারিয়ে যাওয়া তোমার শেষ বিকেলের কবি।
১৮ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর