মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫, ১১:০৬:২২

তবে কি হারার ভয়েই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসেনি?

তবে কি হারার ভয়েই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসেনি?

জুবায়ের আল মাহমুদ রাসেল: দেশের মাটিতে মাশরাফির নেতৃত্বে টাইগার বাহিনী বিশ্বের বাঘা বাঘা দলের বিপক্ষে যখন একের পর এক সিরিজ জিতে চলেছে। ঠিক তখনই কথিত নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের নির্ধারীত বাংলাদেশ সফর বাতিল করে এ দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তদের মনে আঘাত দিয়েছে। আজ বিকেলে সেই অস্ট্রেলিয়াই আজ বাংলাদশে ফুটবল দলের বিপক্ষে মাঠে নামছে। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশে যদি নিরাপত্তার এতোই অভাব হবে, তাহলে তারা ফুটবল দল পাঠিয়েছে কেন? আমার এই প্রশ্নের জবাবটা অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই দিয়েছে। ফেসবুকের পাতায় পাতায় চোখে পড়েছে হাজারও ক্রিকেট ভক্তদের মন্তব্য। অনেকেই লিখেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তাহীনতার কারণে নয়, বরং হেরে যাওয়ার ভয়েই তারা তাদের সফর বাতিল করেছে। কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়া যদি হেরে যায়, তাহলে তাদের কি আদৌ ইজ্জত চলে যাবে? বাংলাদেশ কি এখন কোন দুর্বল দল? আমার অহংকারের টাইগার বাহিনী এখন মোটেও যে দুর্বল দল নয়, তা ইংল্যান্ড, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা হাড়ে হাড়ে টের পেয়েছে। অস্ট্রেলিয়াও টের পেয়েছিল ২০০৫ সালে ন্যাটোয়েস্ট সিরিজে। আমার সঙ্গে অনেকেই হয়তো একমত হবেন যে, ইংল্যান্ড, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার চেয়ে অস্ট্রেলিয়া নিশ্চয় আগামরি কোন ভালো দল নয়। তবে কি মাশরাফিদের কাছে বিশ্বসেরা দলগুলোর নাস্তানাবুদ হওয়া দেখে অস্ট্রেলিয়া ভয় পেয়েছিল? ভয় হয়তো কিছুটা পেয়েছিল। হয়তো সে কারণে প্রথম দিকে ওয়ানডে ম্যাচ খেলতে চায়নি। কিন্তু পরবর্তীতে টেস্ট ম্যাচ যখন খেলতে চেয়েছিল, ঠিক তখন পাকিস্তানের বিপক্ষে তামিম-ইমরুল যেভাবে জ্বলে উঠেছিল তা দেখে নিশ্চয় তারা স্বস্তিতে ছিলো না। সিরিজ বাতিলের ইস্যু খুঁজে খুঁজে না পেয়ে হয়তো কথিত নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে তারা সিরিজ বাতিল করে। যেখানে আমার দেশের পক্ষ থেকে রাষ্ট্রপতির ন্যায় নিরাপত্তা দিতে চেয়েও তাদের মন ভরেনি, সেখানে ফুটবল দল কেন পাঠালো? লেখক: সাব-এডিটর, এমটি নিউজ২৪ডটকম এবং সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স-বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউট। ই’মেইল[email protected] ১৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে