বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:৫৩:১৭

জয় হোক ভাষার বিশুদ্ধ ব্যবহার

জয় হোক ভাষার বিশুদ্ধ ব্যবহার

............. এম. জে. আবেদীন
-------------------------------------------

মরহুম জনৈক অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অনেক বছর আগে তাঁর দপ্তরে সকাল বেলা জমায়েত হওয়া লোকজনকে বলছেন,
"এই তোমারা সবাই 'ছুইটার পরে' আস।"

স্যারের সাক্ষাতকার নিতে আসা লোকজন ভাবলো স্যার সবাইকে সোয়েটার পরে আসতে বলেছেন। তাই সবাই পার্শ্ববর্তী বঙ্গবাজার থেকে সোয়েটার কিনে, গায়ে দিয়ে একসাথে আবার স্যারের সামনে হাজির।

স্যার তো এবার মহা ক্ষ্যাপা। কিছুটা বিরক্তি নিয়ে আবারও স্যারের সেই উক্তি:
"এই তোমারা সবাই 'ছুইটার পরে' আস।"

এইবার সবাই কিংকর্তব্যবিমূঢ়! শেষে এসে অবশেষে স্যারের ব্যক্তিগত সহকারী সবাইকে বুঝিয়ে বলছেন,

"স্যার বলেছেন আপনারা যেন 'ছয়টার পরে" আসেন।"

এই হলো বাংলা ভাষার করুণ চর্চা।

দুই দশকেরও আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আবিষ্কার করলাম যে বাংলা ভাষায় শুদ্ধরুপে কথা বলতে পারিনা। কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন করা বন্ধু নিয়ে গেল টি এস সিতে প্রমিত বাংলা উচ্চারণ এর কোর্স করতে। আগ্রহ নিয়ে ভর্তি হয়ে গেলাম। শিক্ষক হিসেবে পেয়েছিলাম উপমহাদেশের প্রখ্যাত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক নরেন বিশ্বাস স্যারকে।
স্যারের কাছে অনেক ঋনী হয়ে গেলাম। তা না হলে বিভিন্ন অনুষ্ঠানে আমার মুখে 'পানি' হয়ে যেত 'ফানি',
'পুষ্প' হয়ে যেত 'ফুষ্প'।

স্যার একজনকে অনুরোধ করলেন, তাঁর স্ত্রীকে বলে আসতে যে স্যারের ফিরতে দেরি হবে।
সে খানিকক্ষণ পরে এসে জানাচ্ছে, "ম্যাডামকে ঠিকমতো কবর দিয়ে এসেছি।" খবর শব্দের উচ্চারণের একেবারে কবর হয়ে গেল। অতি সুন্দর করে স্যার উদাহরণ দিলেন।

গ্রামের ভাষা গ্রাম বাংলার প্রাণ। অবশ্যই শ্রদ্ধা করি।
কিন্তু যারা অন্য এলাকার নিজস্ব ভাষা বুঝেনা, সেখান কি হবে? তাই তো চাই জাতীয় ভাষার বিশুদ্ধ উচ্চারণ।

দেশের নামকরা কয়েকটি গবেষণা সংস্থার উচ্চপদের কয়েকজন বিখ্যাত ব্যক্তিকে দেখতাম সবসময় বিশুদ্ধ বাংলায় কথা বলতে। তখন ভাবতাম, তাঁরা হয়তো ইংরেজিতে অত ভালো না। কিন্তু, এইতো কয়েকদিন আগেই এ ধারনা মিথ্যে হয়ে গেল। এতো সুন্দর ইংরেজি উচ্চারণ আগে কম শুনেছি। ইউ এন ডি পিতে পরিচালক পদে চাকরি করেন এক বিখ্যাত বাংলাদেশী। বাংলা, ইংরেজি দুটোই তাঁর অসাধারণ।

দেশের ভাষা, জাতীয় ভাষা শুদ্ধরূপে শিখতে পারলে ইংরেজি, আরবি, ফরাসি সব আগ্রহ নিয়ে শেখা যাবে। আমি এখনো শিখছি। অনেক আগ্রহ নিয়ে। শেখার কোনো বয়স নেই। মাত্র তো তিন চারটি ভাষা শিখতে চাই নিজের মাতৃভাষা সহ।

একুশে ফেব্রুয়ারি, বাংলা একাডেমি শব্দগুলো সবই বলছে যে, বাংলাকে ভালোবাসলে ইংরেজিসহ অন্যান্য 'প্রয়োজনীয়' ভাষাকেও ভালোবাসা যায়। তাইতো এইদিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার জন্যে যারা শহীদ হয়েছেন, তাঁদের সকলের জন্য পরম শ্রদ্ধা ও ভালোবাসা।
............@..........
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে