রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১৪:৪১

একটু সাহস দেবে

একটু সাহস দিবে আমাকে?
যখন তুমি খুব প্রভাতে গভীর ঘুমে
আচ্ছন্ন থাকবে, তখন তোমাকে প্রানভরে দেখবো।
তোমাকে সকালের নাস্তা বানিয়ে
এক কাপ গরম চা হাতে নিয়ে
বলতে হবে না উঠো ভোর হয়েগেছে,
শুধু চাই, তোমার দীঘল কালো ভেজা চুলের পানি মুখে
ছিটিয়ে দিয়ে বলো,
আজ অফিস যাবে না???
.
.
পড়ন্ত বিকেলে ক্লান্তি নিয়ে অফিস থেকে ফেরার পথে
এক গুচ্ছ গোলাপ হাতে নিয়ে যখন ঘরে ফিরবো।
আমি চাইনা, খুশিতে আমায় জড়িয়ে ধরেবলো
ফুল গুলো সুন্দর তো!!!
শুধু চাই, ফুলগুলি নিয়ে তোমার ওই মায়াবি দৃষ্টি দিয়ে
আমার দিকে তাকিয়ে বলবে আমায় এতো ভালবাস তুমি??
.
.
অনেক কাজের জন্য দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে অনেক
রাত হবে। আমি চাইনা, খাবার সাজিয়ে দরজার পাশে
দাঁড়িয়ে থাক আমার পথের পানে চেয়ে।
শুধু চাই, একটু খানি চিন্তার রেখা তোমার কপালে আমায়
নিয়ে, একটু খানি ফোন দিয়ে বলবে ঠিক আছ? কিছু
হয়নিতো বাবু তোমার???
.
.
আমি বেশি কিছুই চাই না,
শুধু চাই, শীশিরস্নাত দূর্বা ঘাসে খুব প্রভাতে
আমার হাতটা ধরে খালি পায়ে শিশিরসিক্ত হও। তপ্ত
দুপুরে বট গাছের ছায়ায় বসে আমার
ভায়োলিন শুনবে যদিওও আমি ভাল বাজাতে পারি না।
.
.
একটু সাহস দিও,
গৌধুলী বেলায় আকাশ যখন সাজবে
নীলে নীলে, পাখি হয়ে দুজনায় সেই নীলে
ভাসবো। দীঘল রজনীতে দখীনা জানালা পাশে আমার
কোলে বসে তুমি চাঁদ দেখিও আমি না হয় তোমাকেই
দেখবো।
ভালবেসে চিরদিন এ বুকে লুকিয়ে রাখবো তোমাকে ।
.
.
আমার ইচ্ছে তোমায় নিয়ে স্বপ্ন আঁকতে।
শত ঝড়ের আঘাত আসলেও পারবো
এ বুকে তোমায় লুকিয়ে রাখতে।
যদি সাহস দাও তবে পারবো আমার স্বপ্ন গুলোকে তোমার
ইচ্ছে গুলো সাত সুরে বাধঁতে।
.
.
তুমি আর আমি মিলে অনেক গুলো কাগজের নৌকা
বানাবো,
নদীতে ভাসাবো নৌকাগুলো,
তোমার দেয়া রঙিন কাগজ গুলো যত্নে রেখেছি।
ভাসাবো নৌকাগুলো দুজন মিলে।
অপেক্ষায় আছি বরষার প্রথম বাদলে কাগজের নৌকা
নিয়ে এসে বলবে চল নিলয় বৃস্টিতে নৌকা ভাসাই
তুমি সাহস দিলেই হবে।
.
.
আমি মাঝে মাঝেই তোমাকে অকারনে রাগাবো কারন
যে রাগের সঙ্গে সামান্যতম
ভালোবাসা মেশানো থাকে সেই
রাগ মেয়েদের রূপ বহুগুন বাড়িয়ে দেয়। প্রিয়তমার এই মুখটা
দেখতেই ছেলেরা তার প্রিয়তমাকে রাগায়।
কি দিবে না আমাকে???
.
.
ঠিক এতটুকুই চাওয়া, এতটুকুই আখাঙ্কা
তোমার কাছে, এর বেশী নয়।
বলবো না সংসারে সুখি হব, শুধু জানি তুমি পাশে
থাকলেই আমি সুখি হবো।
.
.
একটু সাহস দিবে?
একবার শুধু গোলাপের মুঠি নিয়ে তোমার সামনে
দাঁড়াবো,
তোমার খোঁপায় গুঁজে দেব প্রিয় কোন ফুল! একবার শুধু
চোখে চোখ রেখে রাতভর গল্প করবো,
ঘুম এলে মাথাখানা এলিয়ে দেব তোমার কোলে,
.
.
দিবে একটু সাহস???
লেখকঃনিলয় আহসান নিশো(বৃষ্টিহীন বর্ষাকাল)

(সম্পাদক দায়ী নয়)  
২৫ আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে