মাহফুজুল আলম খানের কবিতা 'ভুলের ভূত
ভূত চেপেছে ভূত!
কাধের উপর ভূত চেপেছে
লাগছে যে খুত খুত।
ভূত চেপেছে জীবনটাতে
সকাল দুপুর সন্ধ্যে রাতে,
ভাবছি আলো; আলেয়াকে
কোথায় আলোর দূত!
ভূত চেপেছে ভূত।
'জীবন উষায়' ভর করেছে
সেই যে নিল পিছু,
তন্ত্র মন্ত্র বদ্যি ওঝা
'ছার' হলো সবকিছু।
ধরলো ভূতের মা'য়ে বাপে
ধরলো ভূতের পুত,
ভূত চেপেছে ভূত।
জীবন লক্ষ্য একে একে
ভূতের ঘা'য়ে যাচ্ছে বেকে
চলছি কেবল শেখে শেখে
সন্ধ্যা সকাল টেকে,
গুলিয়ে দিলাম সকল হিসাব
দায়,দেনা আর শোধ,
ভূত চেপেছে ভূত!
চেনেন নাকি পাজী ভূতের
নাম ঠিকানা ঘর!
'ভুলের ভূত'ই ধরবে যদি
মাশুল- জীবনভর।।
(সম্পাদক দায়ী নয়)
২০আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস