রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২২:০১

টাকা দিয়ে জুয়া খেলি না !

টাকা দিয়ে জুয়া খেলি না !

এক বড় ভাই বসে বসে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছিল।

- সাব্বির, কাল ফ্রি আছো?

- কেন ভাই, কি দরকার?

- কাল তোমার ভাবীর সাথে দেখা করতে যাব। তুমি ফ্রি থাকলে নিয়ে যেতাম।

- আমি ফ্রি আছি, যামু নে কোন সমস্যা নাই।

- আচ্ছা। কাল আমরা শপিং করতে পারি।

- কেন ভাই, কিছু দিন আগেই না ওনাকে ৬০০টাকা দিয়ে টিশার্ট কিনে দিলেন ঘরে পরার জন্য, এখন আবার শপিং এর কি দরকার্।

- আরে তোমার ভাবীর জন্মদিন সামনে- কিছু না কিনে দিলে হয় নাকি।
.
.
হটাৎ ভাইয়ের ফোনটা বেজে উঠলো।

- কে এটা, নাম্বার টা চিনা চিনা লাগছে।

- রিসিভ করে দেখেন কে।

- হ্যালো কে ?

- তোর মা, কেমন আছিস বাবা?

- হুম ভালো। তোমরা কেমন আছো।

- হুম আমরা ভালো আছি। কতো দিন হয়ে গেলো একটা ফোন দিয়ে খোঁজ খবর
নিলে তো পারিস।

- আরে দিমু দিমু করেও দেয়া হয় নাই।

- হুম ভুলেই তো গেছিস মা ভাই বাপকে।

- আর বললাম না দিমু দিমু করে দেয়া হয় নাই। (বিরক্তির শুরে)

- হুম বুঝেছি। বাপটার একটা খবর নিলেও তো পারিস।

- আরে পরীক্ষা সামনে তো তাই পড়ছি। তাই ফোন দেয়া হয় নাই।

- হুম তা বাবা কি করিস?

- বললাম না পরীক্ষা সামনে পড়ছি।

- হুম বাবা ভালো করে পড়।

- টাকা লাগবে কিছু টাকা পাঠায় দিও।

- কিছু দিন আগে না টাকা নিলি আবার কিসের টাকা !

- উফ এতো কথা জিগাও কেন সন্দেহ করো নাকি; টাকা দিয়ে জুয়া খেলি না বুঝলা দরকার তাই
চেয়েছি পাঠায় দিও।

- আচ্ছা বাবা, খালি ভালো করে মন দিয়ে পড়।

- আচ্ছা আর কিছু বলবা?

- না রাখি।
.
.
.
- আর সাব্বির কাল রেডি থাইকো কিন্ত !

- ভাই, আপনি আপনার মার নাম্বার চিনেন না?

- আরে কেমনে জানি ডিলিট হয়ে গেছে।

- ও ভালো, দেখি যাবো কিনা সিওর না।

লেখকঃ সমালোচক মশাই ।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে