রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৩:০৪

জীবন আমার! দায়িত্ব আমার ! সাফল্য আমারই!আমিই পারি!

পাঠকই লেখক ডেস্ক: পৃথিবী অনেক সুন্দর। আর আপনিও পরমকরুণাময়ের এক অপরুপ সৃষ্টি। আপনি সমগ্র সৃষ্টির এক অপরিহার্য অংশ। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক থাকুন। আধুনিক জীবনের অন্তহীন প্রতিযোগিতায় আমার ছুটছি এক অসম্ভব অলীক সুখের পিছনে। কিন্তু কয়জন পারি আমর সেই সাফল্যের শিখরে অবস্থান করতে। সাফল্য শুধু অর্থ ক্ষমতা বা খ্যাতির নাম নয়। সাফল্য হচ্ছে জীবনের এমন এক অবস্থান যেখানে পৌঁছে আপনার মনে হবে, আপনার পৃবিবীতে বেঁচে থাকাটা সার্থক হয়েছে। মনে হবে নিজের মেধার কিছুটা হলেও প্রসারণ ঘটাতে পেরেছেন। নিজের এবং মানুষের কিছুটা হলেও কল্যাণ করতে পেরেছেন।যখন আপনি তৃপ্তির সঙ্গে বলতে পারবেন--- আমার যা কিছু করার ছিল করেছি, যা কিছু দেখার ছিল দেখেছি, যা কিছু বলার ছিল বলেছি। আর তখনই বলা যাবে আপনি সফল মানুষ।

সাফল্যের ধরণ অনেক!  মানসিক সাফল্য হল প্রশান্তি, শারীরিক প্রশান্তি সুস্বাস্থ্য, আর আর্থিক সাফল্য হচ্ছে সচ্ছলতা। অর্থবিত্ত, খ্যাতি-সম্মান,  প্রভাব - প্রতিপত্তি সাফল্যের এক একটি উপকরণ হলেও একক ভাবে এগুলো কোনটাই সাফল্য নয়। সাফল্য মানে হচ্ছে অভাববোধের অনুপস্থিতি।

সাফল্যের জন্য মন ও  মস্তিস্কের  অফুরন্ত শক্তিকে কাজে লাগানোর জন্য প্রথমত প্রয়োজন এর ওপরে বিশ্বাস স্থাপন।“আমি পারবো, এই দৃঢ় বিশ্বাসই সকল সাফল্যের ভিত্তি।” পারব বলে বিশ্বাস করলে আপনি অবশ্যই পারবেন। আসলে বিশ্বাস হচ্ছে সকল সাফল্য, সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসই মেধাকে বিকশিত করে, যোগ্যতাকে কাজে লাগায় আর দক্ষতা সৃষ্টি করে। এর একটা উদাহারণ দেওয়া যায়ঃ-
হাজার বছর ধরে দৌড়বিদরা মনে করতেন চার মিনিটে ১ মাইল দৌড়ানো সম্ভব নয়। হাজার বছর পর ইংল্যান্ডের যুবক রজার ব্যনিস্টার প্রথম বিশ্বাস করেন, ৪ মিনিটে ১ মাইল দৌড়ানো যাবে।অনুশীলনের পর অনুশীলন। এর পর সবাইকে অবাক করে দিয়ে ১৯৫৩ সালে তিনি ৪ মিনিটে এক মাইল দৌড়ের রেকর্ড করলেন। পরবর্তী ৩০ বছরে হাজারের ও বেশি দৌড়বিদ চার মিনিটে একমাইল দৌড়েছেন। যখন মানুষ বিশ্বাস করতো যে সম্ভব নয়, তখন কেউ পারেনি। যেদিন রজার ব্যনিস্টার বিশ্বাস করলেন এবং করে দেখালেন তখন হাজারের ও বেশি মানুষ তা পেরেছে। আপনিও শুরু করুন আপনিও পারবেন।

সফলতা এক বিরামহীন প্রক্রিয়া। সফল তিনিই যিনি আপাত ব্যর্থতার ছাই থেকে গড়ে তুলতে পারেন সুখের প্রাসাদ। প্রতিটি অর্জনকেই শুন্য ভেবে জীবন শুরু করেণ নতুন ভাবে। ব্যক্তিজীবনে যত ধরনের অভিজ্ঞতা, দক্ষতা বা ডিগ্রি-যাই থাকুক না কেন, সততা যদি না থাকে তাহলে দক্ষতা কখনো সাফল্য নিয়ে আসতে পারে না।সততার প্রক্রিয়াই হচ্ছে-এটি দক্ষতা সৃষ্টি করে নিজেকে পরিণত করে অন্যের বিশ্ব¯ততার কেন্দ্রবিন্দুতে।


হেলেন কেলারের একটি কথা আছে “সুখ আপনি আসে না, এক তৈরি করে নিতে হয়”। অর্থাৎ আপনার কি নেই তা নিয়ে চিন্তা না করে , যা আছে তা দিয়েই জীবন শুরু করুন।দেখুন জীবন কত আন্দময়!! কত প্রশান্তির!!
লেখক: হান্নান আরিফ
ষ্টুডেন্ট ( বি.বি. এ এ্যাকাউন্টিং)
(সম্পাদক দায়ী নয়)
২০আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে