রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:২৩:২০

বৌয়ের পাশে বসতে লজ্জা কিসের?

বৌয়ের পাশে বসতে লজ্জা কিসের?

জমির ভাই আর তুলি পার্কের বেঞ্চে বসে আছে।
পার্কে অসংখ্য কপোত কপতি জোড়া বেধে বসে আছে। সবার চোখে দুজনের প্রতি ভালোবাসা স্পষ্ট।

 

তুলি আজ প্রথম বরকে নিয়ে ঘুরতে বের হয়েছে। কোনো ছেলে তার বউকে নিয়ে ঘুরতে বের হলে চেহারায় একটু অন্য রকম খুশির ভাব ফুটে উঠে। বউয়ের হাত ধরে হাটে ভালোবাসার
কথা বলে বউকে অভিভূত করার চেষ্টা করে। জমির ভাই এর কোনোটি করছে না। তা দেখে তুলির জিদ লাগছে।

 

বউকে নিয়ে ঘুরতে বের হওয়ার কোনো অপরাধের কাজ না তবুও গাধাটা কেনো এক হাত
দূরে বসে আছে তুলি বুঝছে না।


- আমার শরীরে কি ছোয়াঁচে রোগ আছে?


তুলির কথা শুনে জমির ভাই একটু হাসলেন। খুশির হাসি না , লজ্জার হাসি!

- না , না


- তাহলে এতো দূরে বসে আছো কেনো?

- না মানে এক সাথে বসলে মানুষ কি ভাববে?

তুলির চেষ্টা করছে মাথা ঠান্ডা রাখতে কিন্তু মনে হচ্ছে না বেশীক্ষন রাখতে পারবে


- মানে? তুমি কি রাস্তার ছেলে? আমার গায়ে হাত দিলে মানুষ মাইন্ড করবে?


- না , তা না , আমি সেটা বলিনি

- আমি তোমার কে হই?

- বউ

- বৌয়ের পাশে বসতে লজ্জা কিসের?

তুলির চেহারায় রাগের ভাবটি ফুটে উঠছে এখানে বিষ্ফোরন ঘটলে সমস্যা। জমির ভাই উঠে দাড়িয়ে তুলির হাত ধরলেন।বউয়ের হাত ধরে হাটা দোষের কিছু না।

জমির ভাই আর তুলি বিশাল একটি রেস্টুরেন্টে বসে আছে।রেষ্টুরেন্ট যেমন বিশাল তাদের খাবারের মেনু কার্ড ও বিশাল।কিন্তু বিশাল মেনু কার্ড এ জমির ভাইয়ের পছন্দের খাবার
নেই। আর একটি খাবার ও তিনি চিনেন না। তিনি অসহায় হয়ে তুলির হাতে মেনুকার্ড তুলে দিলেন।


তুলি যা খাওয়াবে তা খেতে হবে না খেলে সমস্যা। তুলি রাগ করবে। রাগের বসে জমির ভাইকেও খেয়ে ফেলতে পারে।

তুলি মেনু কার্ড দেখে প্রথমে সুপ এর অর্ডার দিলো। স্ত্রীর প্রিয় খাবার স্বামীর প্রিয় খাবার হওয়া উচিত। তুলির ধারনা সুপ জমির ভাইয়ের ভালো লাগবে।

জমির ভাই মুখ টিপে বসে আছেন। তার সামনে যে খাবার রাখা হয়েছে তাতে তার চেহারা দেখা যাচ্ছে। তার ধারনা এর থেকে চরম অখাদ্য আর কোথাও নেই। তুলি যেহেতু খাচ্ছে তাকেও খেতে হবে। তুলির কথা ফেলা যাবে না।

- মুখ এইভাবে করে আছো কেনো?

- খাবার টা খুব সুন্দর দেখে জিভে জল এসেছেতো তাই।

জমির ভাইয়ের কথা শুনে তুলি হাসছে। এই খাবার জমির ভাইয়ের খাওয়ার কথা না তবুও তিনি খাচ্ছেন।
জমির ভাই প্রথম চামচ মুখে দেয়ার পর পেটের
পাকস্থলী সংগ্রাম শুরু করেছে। জমির ভাই তার বাধ্য হয়ে একের পর এক চামচ খেতে লাগলেন
যতো দ্রুত শেষ করা যায় ততো ভালো।

- খাবার ভালো হয়েছে?


- হ্যাঁ


- তাহলে ঘামাচ্ছো কেনো?

জমির ভাই লক্ষ করলেন তিনি ঘামাচ্ছেন।

- কই না তো


- হুম্


- আচ্ছা এটা কি তোমার প্রিয়?


- হা , কেনো আরেকবার অর্ডার দিবো?


- না না থাক,


- হুম

জমির ভাই সুপের বাটির দিকে তাকিয়ে আছেন। বিশাল রেস্টুরেন্টের বাটি তাও বিশাল। তাকে এই বিশাল বাটি খালি করতে হবে।

 

জমির ভাই ঝাপসা চোখে বাটির দিকে তাকিয়ে আছেন। বউকে নিয়ে ঘুরতে বের হলে জমির ভাইয়ের খুশী হওয়ার কথা জমির ভাই বাটির দিকে তাকিয়ে আছেন তার এখন কান্না পাচ্ছে। যে করেই হোক বাটি শেষ করতে হবে। তুলিকে রাগানো যাবে না...

লেখকঃ আশরাফ মামুন ।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে