ডিপ্লোমা ল্যাব টেকনোলজিষ্ট
৩য় পর্ব
SAST ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি
কিশোরগঞ্জ।
কবি নামের অর্থ
আমি তা জানিনা।
কবিতা কী ?
আমি তা বোঝিনা।
কবিতা কিভাবে লিখতে হয়
তাও আমি জানিনা।
তার পরোও-
আমি কবি হতে চাই,
কবিতা লিখতে চাই,
আমি কবি হতে চাই।
কিন্তু কিভাবে যে,,,,লিখবো
কেউ আমায় জানাবে ভাই।
আমি নতুন কবি হতে চাই।
আমি কবিতার প্রেমে
পড়েছি-
প্রেমে পড়েছি
কবি গুরু নজরুলের।
কবি গুরু কী?
এলোমেলো শব্দ-চন্দ দিয়ে কি
কবিতা লিখত।
জাক বাবা এতো কিছু বোঝিনা।
তার পরোও আমি কবি হতে চাই।
প্রশ্ন জাগে মনের মাঝে
কবিরা কী পাগল ছিলেন,
তাও আমি জানিনা।
কবিরা কী প্রেমে পড়ে ছিলেন ?
তাও আমি জানিনা।
শুধু জানি কবিরা
কলম সৈনিক ছিলেন।
এ কথা গুলো শুনে আমায় কি
পাগল মনে হচ্ছে-
হওয়ারি কথা।
কেননা কবিরা আবেগী-পাগলের মত।
তার পরোও
আমি কবি হতে চাই।
আমি কলম সৈনিক হতে চাই।
১৫ আগস্ট,২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস