হারানোর চেয়ে বেশি কিছু নয়,
স্চছ আলোকচ্ছটা ছড়াও তুমি,
না ছোয়ার চাইতে বেশি কিছু নয়,
অনন্ত নক্ষত্র বিথীর মাঝে বিলাসী সত্তা তুমি,
না দেখার চাইতে বেশি কিছু নয়,
অক্ষরে অক্ষরে গাথা তুমি ইতিহাসের পাতা,
অনুভুতির বাইরে বেশি কিছু নয়,
আছ অব্যাক্ত চেতনার চিরন্তন এ্যালবামে,
বিদ্রোহের বাইরে বেশি কিছু নয়,
যতক্ষণ না পারি ছিনিয়ে আনতে জয়,
ক্রোধের বাইরে বেশি কিছু নয়,
যতক্ষণ না পারি শত্রুকে পুড়িয়ে করতে ছাই,
এতটুকু বলতে পারি হারিয়ে যাওয়া বাঙালি স্মরণে,
বিজয়ের নেশা ছাড়েনা পিছু যতক্ষণ না ডাকে মরণে।
কবিঃ নাজমুল ইসলাম
১৪ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস