ক্লাস নাইনের এক ছেলেকে বাসায় অংক, উচ্চতর গনিত আর ফিজিক্স পড়াইতাম। বিনিময়ে আমাকে ৩৫০০ টাকা বেতন দিতেন।
আমাদের মতো মধ্যবিত্ত ছাত্রদের লেখাপড়া চালিয়ে নিতে টিউশনি করাটাই শেষ সম্বল। টিউশনি করেই আমার মতো পড়ার খরচ ও হাত খরচ জোগাড় করতে হয় যাদের বাবা নেই অথবা বাবার সামর্থ্য নেই।
যাই হোক, সেই ছাত্রের কথা বলি। মাসের ২০ তারিখে বেতন দেয়ার সময় হলেও উনারা আমাকে বেতন দিতেন ১০-১১ দিন পর।
তো গত ২৫ তারিখে ছাত্রের বাবা ফোন করে আমাকে বললেন যে, আপনাকে আর আসতে হবে না। এই বলে কেটে দিলেন। আমার এই শেষ মাসের বেতনের কথা বললেন না।
আমি কল ব্যাক করে বেতনের কথা বলতেই উনি এমন ভাব করলেন যেন আমি মস্তবড় অপরাধ করে ফেলেছি! তারপর বললেন, এখন টাকা নেই। টাকা হলে দেব।
তারপর থেকে উনি আর আমার ফোন রিসিভ করেন নাই। বাধ্য হয়েই আজ উনার বাড়িতে গিয়েছিলাম। উনি আমার কাছে এসে বললেন, এখন টাকা নাই।
কি অদ্ভুত! যার ৫ তালা দুইটা বাড়ি আছে, কলোনি আছে, লাখ টাকার উপরে মাসে বাসা ভাড়া পান, তিনি এই সাড়ে তিন হাজার পাওনা টাকা টিচারকে দিতে পারেন না। আসলে ইনারাই বড়লোক!
সোজা চলে আসলাম। বুঝতে পারলাম, টাকাটা আর পাব না।
ইচ্ছা ছিল এই মাসের টাকা দিয়ে ঈদের জন্য জুতা কিনব আর মায়ের হাতে এক হাজার টাকা দেব। কিন্তু তা হলো না। উনারা বসুন্ধরা সিটি থেকে ঈদের মার্কেট করবেন পরের ওপর জুলুম করে!
কি অদ্ভুত আমাদের এই পৃথিবী! কি অদ্ভুত আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রজীবন!
কোনো এক মনীষী বলেছিলেন 'পৃথিবীটা একটা ম্যাজিক বক্স'। সত্যিই তাই।
লেখকঃ রনি আহমেদ ।