পাঠকই লেখক ডেস্ক: নিরুপমা মনে পড়ে সেই দিনগুলির কথা?
কিভাবে শুরু হত আমাদের প্রতিটা দিন।
---যখন সকালবেলা আমি ঘুম থেকে উঠতাম......
তখন দেখতে পেতাম আমার ইনবক্সে তোমার সেই চিরচেনা মেসেজ,
”শুভ সকাল নিলয়, ভালবাসি ”
অথবা খুব সকালে তোমার সেই মিষ্টি ভয়েসটা শুনিয়ে আমাকে বলতে,
"আমার বাবুটার কি এখনো ঘুম ভাঙ্গেনি ???
.
.
---যখন আমি একা একা বোর থাকতাম অথবা অসুস্থ। তখন তুমি সেটা বহুদূর থেকেও অনুভব করতে পারতে, আর আমাকে ফোন দিয়ে বলতে বাবু
"তুমি আমাকে আপন ভাব না তাই না? আমাকে বললে কি হত যে তুমি একা আছ...
অথবা বলতে বাবু তুমি অসুস্থ হইছ আমাকে বলো নাই কেন? প্লিজ অসুধগুলো খেয়ে নাও।
.
.
তোমার সেই সব কেয়ার, আমি ঠিক মতো নিজের খেয়াল রাখছি কি না, নিজের বুকের মধ্যে আগলে রাখতে আমাকে সব সময় এসব নিয়ে তোমার ভাবনা দেখে আর আমার জন্য তোমার ভালবাসা দেখে আমি অবাক, আশ্চর্য & অভিভুত হয়ে যেতাম।
.
.
---তুমি ছোট ছোট দুষ্ট-মিষ্টি ঝগড়া করতে
তারপর বলতে,
"আমি তোমার সাথে আর কথা বলবো না”
কিন্তু পরক্ষনে দেখতাম তোমার সেই চিরচেনা মেসেজ পাঠিয়েছ,
“সরি বাবু, আমি আর রাগ করবো না,
উম্মম্মম্মমাআআআআআহহহ”
.
.
---হঠাৎ করে মাঝ রাতে ঘুম ভাঙ্গিয়ে বলতে,
"নিলয় তোমাকে ভীষন মিস করছি,
চলোনা আজ সারা রাত গল্প করি”
---একটা মিষ্টি ঝগড়ার পর
বুকে এসে ঝাপটে ধরে বলতে,
“সব দোষ তোমার”
আর আমি নীরবে সব মেনে নিতাম শুধু তোমার সেই ভুবনভুলানো বিজয়িনীর হাসিটা দেখার জন্য।
.
.
---অকারনেই তোমার দিকে তাকিয়ে থাকা,
আর তোমার সেই সুইট,কিউট,ইনুসেন্ট মুখটা দেখে নিজেকে অনেক সুখী মনে করা......
---তোমার সেই ভালোবাসার স্বপ্ন গুলোকে নিয়ে একটা স্বপ্নের পৃথিবী বানিয়েছিলাম.....
যেখানে রানীটা ছিলে তুমি আর আমি ছিলাম তোমার ভালবাসার চাতক পাখি হয়ে প্রজা।
.
.
- তুমি বলেছিলে কোন এক জোছনা রাতে আমার কাধে মাথা রেখে জোছনা স্নান করবে,
সারা রাত আমার কোলে বসে গল্প করবে..
- সমূদ্র বালুকায় হাতধরে,খালি পায়ে দু’জন অজানায় হাটবো...
- বর্ষার প্রবল বৃষ্টিতে দু’জন হাত
ধরে বৃষ্টিতে ভিজবো...
- একটা আইসক্রিম দু’জন মিলে খাবো
.
.
- মাঝে মাঝে অকারনেই আমাকে জড়িয়ে ধরতে, আর পাগলের মতো চিৎকার করে বলতে
"অনেক ভালোবাসি তোমাকে নিলয় ”
আমি এক মুহুর্তের জন্য সর্গে চলে যেতাম....
ভাবতাম সময় টাকে যদি থামিয়ে দিতে পারতাম......
.
.
---আচ্ছা নিরুপমা তোমার বলা সেই কথা গুলো, তোমার দেখানো সেই স্বপ্ন গুলো, অনুভূতিগুলো থেকে আর একবার
ভেবে বলতো,
“আমাদের ভালোবাসা কি স্বর্গীয় সুখের
একটা রূপ ছিল না???
.
.
তুমি চলে গেছ নিরুপমা কিন্তু দিয়ে গেছ কিছু স্বপ্ন নামের কষ্ট। জানো নিরুপমা তোমার দেয়া কষ্ট গুলো আমাকে ফেমাস বানিয়ে দিয়েছে।
আমি শুধু ভাবি তোমার দেয়া কষ্টই যদি আমাকে ফেমাস করতে পারে তাহলে তোমার দেয়া সুখ আমাকে কি করতো?
.
.
নিরুপমা
তোমাকে ছাড়া আমার জীবনে
সব আগের মতই আছে....
শুধু কিছু স্বপ্ন মিথ্যে হয়ে গেছে
কষ্ট গুলো বেড়ে গেছে,
একাকীত্ব সঙ্গী হয়েছে,
দুঃখ গুলো অবিরাম হাসছে,
হাসি গুলো আমাকে ছেড়ে গেছে কবেই,
পথ চলাতে আমি একাই থেকে গেছি,
হাতটা ধরার মত কেউ আর নেই,
সব কিছু আগের মতই আছে নিরুপমা,
শুধু
আমার আমি হেরে গেছি .........................
লেখকঃনিলয় আহসান নিশো (বৃষ্টিহীন বর্ষাকাল)
১৩ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/ এইচএস/কেএস