আচ্ছা... আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন সময়টাকে এখনও খুব বেশি মিস করেন? অবশ্যই আপনি বলবেন আপনার সেই হারিয়ে যাওয়া স্কুল লাইফের কিছু স্মৃতি...! যা আপনার মনে সর্বদাই দোলা দিয়ে যায়। দিনগুলো যেমন ছিল-
১। অনেক বন্ধু ।
২। বিরক্তিকর স্কুল ড্রেস...!
৩। সাইকেল দিয়ে স্কুলে যাওয়া !
৪। 'স্কুলের বাহিরে দেখা করিছ তোর খবর আছে'
এই আওয়াজ মারা...।
৫। 'স্যার, ম্যাডামের সুন্দর সুন্দর নাম রাখা !
৬। ক্লাসে বাড়ির কাজ না করে যাওয়া
এবং বলা 'স্যার, ভুলে বাসায় ফেলে আসছি..!'
৭। রেগুলার শাস্তি !
৮। টিফিন টাইমের অপেক্ষা...!
৯। বার্ষিক পরীক্ষার পর স্কুল বন্ধের ছুটি।
১০। রিপোর্ট কার্ডের ভয়..!
১১। লাস্ট পিরিয়ডে অস্থিরতা, কখন যে ঘণ্টা দিবে !
১২। হঠাৎ ছুটির ঘণ্টা পরে গেলে একসাথে সবার চিৎকার, হুইই...
১৩। অভিভাবকের স্বাক্ষর নিজেই দেয়া...!
১৪। স্কুল বন্ধ, অতঃপর পরের দিন 'স্যার পেটে ব্যাথা ছিল' ।
১৫। পেহেলা নেশা ! অতঃপর প্রথম প্রেম !
১৬। বৃহস্পতিবার সবার ডাইলগ 'আজকে হাফ, কালকে মাফ, পরশুদিন বাপ রে বাপ' ।
১৭। আম-কাঁঠালের ছুটি।
১৮। বিদায় অনুষ্ঠান।
১৯। বোর্ড পরীক্ষা
২০। তারপর সবাই কে একদিন হারিয়ে ফেলা ..
লেখক: ফাহাদ হোসেন ।