রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৩:৪৪

মাহফুজুল আলম খানের কবিতা ‘মরণ খেলা’

মাহফুজুল আলম খানের কবিতা ‘মরণ খেলা’

টইটুম্বুর ডোবার জলে কোলা ব্যাঙের ছা,
গান ধরেছে ঘ্যাঙর ঘ্যাঙর তাইরে নাইরে না।

জোয়ান,বুড়ো,পিচ্ছিটাও ডাকছে মনের সুখে,
ব্যাঙকূলে আজ খুশির ঢেউয়ে উপছে জোয়ার বুকে।

বাজল হঠাৎ মরণ বাঁশি,থামল কোলাহল,
ঢিল ছুড়িল ব্যাঙের মাথায় উটকো কিশোর দল।

ব্যাঙ মরিল জোয়ান বুড়ো থামল সকল হৈ,
তাইনা দেখে কিশোর দলে আনন্দ থৈ থৈ।                    
                        
মুখ খুলিল এক বুড়ো ব্যাঙ,বলল "বাছাধন-
বন্ধ কর মরণ খেলা - বিনাশ অকারণ।

যেই খেলাতে তোমার কূলে আনন্দ ভরপুর,
দেখ্ বাছা দেখ্ আমার কূলে সাজল মরণপূর"।।

সম্পাদক দায়ী নয়

৭ জুলাই ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে