মৌ চাকের মধু
তোমার জন্য শুধু।
তুমি আমার বন্ধু হবে,
আমি হব বধু।
মাথা-পিতা না হয় রাজি
দরকার নাই আব্দুল্লাহ কাজী।
তুমি আমি এক হয়ে
হব দেশান্তর,
নদীর কুলে ঘর বাধীয়া
তাকবো জীবন ভর ।
আকাশ-বাতাস সাক্ষী রাখব
আরো নদীর ঢেউ।
তোমার-আমার বিয়ে হবে
জানবে না আর কেউ।
প্রেমের সুধা পান করিয়া
হয় যেন মরন।
আল্লাহ মোদের সহাই থাকো
এই নিবেদন।
৭ জুলাই ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএ