রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৫৮:৪৯

মাহফুজুল আলম খানের কবিতা ‘নেই’!

মাহফুজুল আলম খানের কবিতা ‘নেই’!

কাজ নয়,কথাতে -
যেন তার জুড়ি নেই,
এত লাজ! অপমান
তবু সুড়সুড়ি নেই।

গরীবের ঘরে হায়-
চাল,চিনি,মুড়ি নেই,
কালো মেঘে ঢাকা মুখ
আনন্দ-ঝুড়ি নেই।
       
পূর্ণিমা রাত, চাঁদে-
সুতো কাটা বুড়ি নেই,
মানুষের 'দিল' দেখো
মমতার কুঁড়ি নেই।

সাগরের দৌলত-
প্রবাল আর নুড়ি নেই,
দিবালোকে হাওয়া হয়
বলে তবু 'চুরি' নেই।

বিকেলের সোনা রোদ
ঘুড়ি ওড়াওড়ি নেই,
কিশোরের দল - পাঠে
মাঠে ঘুরাঘুরি নেই।

যার নাই সুখী সেই
হাতে - বালা,চুড়ি নেই
যার আছে সেই কাঁদে
কেন ভুরিভুরি নেই!

৫আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে