দখিনা বাতাস বন্ধু আমার,
বন্ধু আমার চাঁদ!
চাঁদের আলোয় স্নান করে আমি,
কাটিয়ে দেব রাত!!
বন্ধু আমার ভোরের পাখি,
শরতের কাশফুল!
বন্ধু আমার বইয়ের ভাজে
শুকনো গোলাপ ফুল!!
বন্ধু আমার চিত্রা হরিণ,
বন্ধু প্রজাপতি !
বন্ধু আমার আঁধার ঘরের,
জ্বলন্ত মোমববাতি!!
সব ন্ধুর মাঝে আমি,
খুঁজে বেড়াই তোমায়!
কোথায় আছো,কেমন আছো?
বন্ধু বলো আমায়.
আমার দুজন এক আত্মা,
এক আকাশের তারা!
তোমার আমার বন্ধুত্ব ,
উজান গাঙের ধারা!!
২ আগস্ট ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস