রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০২:২০

দাঁত পোকরা ভাগ্নে

দাঁত পোকরা ভাগ্নে

আমার পিচ্চি ভাগ্নেটা কয়েকদিন ধরে বিয়ের পাগল হইছে! আমার এলাকার এক ভাবীর মেয়ে হইছে। ওই মেয়েকে নাকি বিয়ে করবে!

তো আমি ভাগ্নেকে বললাম, তোর কাছেতো ওরে বিয়ে দিবো না। ভাগ্নে কইলো তাহলে তোমার মেয়েকে বিয়ে করুম!

আমার তো মেয়ে নাই (আমি বিয়াই করি নাই)। সাথে আমার বোন ছিল। বোন মুচকি হেসে কইলো, তোর মেয়ে হইলে আমার পোলা তোর মেয়েরে বিয়া করবো।

ওই কথা শুনে ভাগ্নে তো আমার মহাখুশি! সারা দিন বলে, মামার মেয়েরে বিয়া করুম।
.
-তোর মতো দাঁত পোকরা পোলার কাছে আমার মেয়ে বিয়ে দিমু না।
.
-তাহলে আমি প্রতিদিন দাঁত ব্রাশ করুম।
.
-যা আমার শার্ট নিয়া আয় রুম থেকে।
.
-পারুম না।
.
-তাইলে মেয়ে বিয়ে দিমু না।
.
-আনতাছি।

তারপর থেকে আমার সব কাজ আমার ভাগ্নেটা করে দিচ্ছে। এখন ঠিকমতো দাঁত ব্রাশও করে। আগে খাইতে চাইত না। এখন ঠিক মতো খায়।

না খাইতে চাইলেও ওর মা বলে, না খাইলে মামার মেয়ে বিয়ে দিব না! কোন দুষ্টামি করলে বলে,
দুষ্টামি করলে মামার মেয়ে বিয়ে দিব না।

ব্যাস, দুষ্টামি বন্ধ !!!

এখন আমি শুয়ে আছি আর ভাগ্নে আমার চুল টেনে দিচ্ছে। অসাম মজা পাচ্ছি।

ফিলিং বিয়ে না কইরাই নিজেরে মেয়ের বাপ লাগতেছে (শ্বশুরানুভূতি) !!

লেখক: রনি আহমেদ
-

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে