রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৪:৩৮

নাজমুল ইসলামের কবিতা ‘অপ্সরী’

যখনবিশাল আকাশটাজুড়ে নেমে আসে প্রেমময় অন্ধকার,
আমার ডুবতে সাধ হয় জোনাকির জলে।
গা ভাসিয়ে জুড়ে দিই আলাপনঝিঝিপোকার সুরে।
মাতাল করাহাসনাহেনার সুরভি আর গোলাপি রঙ মাখাএলোচুলে ঢেউ তোলে উর্বর রজনী।
কখন আসিবে আমার প্রিয়রমনী।
বসে আছি একা কাধে জোনাকির আলোআর বাম হাতে কবিতার খাতাখানি।
শিশিরেরভাজে হারায়েছিল নাকের নোলক।
বুকে মোর তুলেছিল ঝড়।
ঘাসফুল এনে গুজে দিব নাকে তোমার অপ্সরী।
তুমিহয়ে গেলে পর।
৩০ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে