রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৫:০১

জীবনের সার্থকতা

জীবনের সার্থকতা

"পৃথিবীতে যখন এসেছো তখন একটা ছাপ রেখে যাও। আমিও তাই বলি, পোকামাকড়ের মত জীবন কোনো জীবন না । খাবা, সন্তান জন্ম দিবা তার পর এক দিন মরে যাবা, এতো তুচ্ছ জীবনের থেকে না জন্মানো ভালো।

ক্লাসের লাস্ট হওয়া ছেলেটা হতাশায় ভোগে, অথচ সে উপলব্ধি করে না, ঐ ফাস্ট হওয়া ছেলেটা তার মতো প্রতি বলে ছক্কা পেটাতে পারে না । তবে ক্লাসের লাস্ট হওয়া ছেলেটা চাইলেই সাকিব আল হাসানের মতো হতে পারে ।

শ্যামলা মেয়েটা মেহেজাবিন কে দেখে মনে মনে আফসোস করে, কিন্তু তার মতো অসাধারণ রান্না মেহেজাবিন পারে না, এটা সে জানেনা, সে উপলব্ধিই করে না ।

বুয়েট পড়ুয়া বড় ভাইকে দেখে ছোট ভাই হতাশায় ভোগে । তার মোটামুটি গোছের রেজাল্ট নিয়ে সবাই খোঁটা দেয়, অথচ তার গান শুনে অনেকেই বলে, "বাহ! বেশ ভাল গাও তো তুমি ।" ছেলেটা উপলব্ধি করে না, চাইলেই সে মেহেদি হাসানকে হার মানাতে পারে ।

নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি পারো । যদি তোমার মনে হয়, ভালো সিটি বাজাতে পারি । তবে সেটাই ভালো করে করো । এক দিন বিশ্ব রেকর্ড গড়ো । "বেষ্ট সিটি বাদক অফ দ্যা ওয়ার্ল্ড" হও । ব্যস এটুকু প্রাপ্তিই তোমার জীবনের সার্থকতা ।"

লেখক: হাসানুল ফেরদৌস সাদিদ

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে