গতকাল বাসার সবাই ফুফুর বাড়িতে গিয়েছিল। বাসায় শুধু আমি ছিলাম। মন মেজাজ ভালো না তাই গান শুনছি। এমন সময় কলিং বেলের আওয়াজ শুনে বিরক্তি নিয়ে দরজা খুলতে গেলাম। আমি শুধু লুঙ্গি পরা শার্ট ছিলো না গায়ে।
দরজা খুলেই হতবাক। সুন্দরী দুইটি মেয়ের আগমন। দাড়িয়ে আছে বাইরে। হাতে ব্যাগ। মুখের উপর দরজা বন্ধ করে শার্ট পরে আবার এলাম ।
- জ্বি কাকে খুজছেন?
বদমাইশ মেয়ে দুটি মুচকি হেসে বললো
- আমরা একটি জরিপ চালাচ্ছি
- কিসের জরিপ ?
- ভিতরে এসে বলি?
- বাসায় তো কেউ নেই
- আপনি আছেন তো, আমরা দু একটি প্রশ্ন করবো কেবল !
রাগ আর বিরক্তি দুটি নিয়ে তাদের ড্রইং রুমে বসালাম
- জ্বি আপনার সাথে কে থাকে?
- আব্বু, আম্মু, ভাইয়া ভাবি, ছোট বোন।
- তাহলে তো ভুল বলেছেন।
- কি ভুল?
- আপনি তাদের সাথে থাকেন। তারা আপনার সাথে না।
- :@
ইচ্ছা হইছিলো তখন দুটার চুলের মুঠি ধরে বের করে দেই। রাগ কন্ট্রোল করে বললাম !
- কাজের কথা বলুন
- আমরা ডাভ সাবানের বিজ্ঞাপন নিয়ে আসছি।
মনে মনে ভাবলাম তো এই কথা? হে.. হে.. হে..। পাইছি আজকে
- বিজ্ঞাপনের জরিপ?
- হ্যাঁ
- ভদ্রতা শিখেননি?
- মানে?
- কাষ্টমারদের স্যার বলতে হয়।
- দুঃখিত স্যার।
- ছাড়েন
- কি?
- চাপা, আপনার প্রোডাক্ট এর ।
- ও, স্যার বাসার আপনার আম্মুরা কি সাবান ইউস করেন?
- তিব্বত ৫৭০
- মানে
- যেটা আপনি শুনছেন
- আমাদের প্রোডাক্ট করে না
- জ্বি না
- কেনো?
- লম্বা স্টোরি
- সংক্ষেপে বলুন
- এক বার হইছে কি ... .. .. .. ... .. .. . .. ..
- সংক্ষেপে স্যার
- আরে শুনেন না, .. .. .. .. .. .. .. .. .. .. .
- আর একটু সংক্ষেপে
- গর্তের সামনে ইঁদুরের জন্য দুটা সাবান রাখলাম রাতে। পরের দিন দেখলাম ডাভ সাবান আছে তিব্বত ৫৭০ নেই
- কোথায় গেলো
- ইদুর নিয়ে গেছে
- তাহলে
- না মানে, যে প্রোডাক্ট ইদুর বিড়াল রিজেক্ট করে তা আমরা রাখি কিভাবে?
- ও
- স্যার, তারা কি স্যাম্পু ইউস করে?
- হুইল ওয়াশিং পাউডার
- মানে?
- লম্বা স্টোরি শুনবেন?
- না স্যার থাক
- সংক্ষেপে বলি?
- স্যার, আমাদের তাড়া আছে।
- হে.. হে.. হে.. আর কিছু?
- স্যার, আমাদের নতুন প্রোডাক্ট ফ্রি তে দিবো। যদি গ্রাহকদের ভালো লাগে তাহলে বাজারে ছাড়বো।
- দেন তাহলে
দুইটা মিনি সাবান বের করে দিলো।
- ধন্যবাদ
- স্যার, পানি হবে?
- চিরতার পানি দেয়?
- না স্যার
- দারুন ফ্লেভার, নতুন রেসিপি, একদম তেতো না, টক টক খেতে মেঙ্গো ফ্লেবর ।
- মেঙ্গো?
- হ্যাঁ
- কিভাবে করলেন?
- গতবছরের আমের আচার নষ্ট হওয়ায় তা গন্ধ হয়ে গিয়েছিলো। আমি তা চিরতার পানিতে চুবিয়ে রেসিপি বানালাম।
- খাবেন?
- না স্যার
- একটু? প্লিজ, আপনি বসুন আমি এখন আনছি
চিরতার রেসিপি আনার আগেই তারা লাপাত্তা। বারান্দা দিয়ে অনেক ডাক দিলাম শুনলোই না !
লেখক: আশরাফ মামুন