- খাটের নিচে কে?
স্বামীর এমন প্রশ্নে হতবম্ভ হয়ে গেলেন রাসেল সাহেবের স্ত্রী !
রাসেল সাহেব কেবল মাত্র অফিস থেকে ফিরলেন। ফিরেই প্রথমে ঝারি দিয়ে বসলেন
স্ত্রীকে।
- কি সব উল্টাপাল্টা বলছ তুমি?
- উল্টাপাল্টা বলতেছি না। ওই হারামজাদা কেরে তুই? বের হয়ে আয় খাটের নিচ থেকে।
অমনি খাটের নিচ থেকে একজন পুরুষ বের হয়ে এলো।
রাসেল সাহেবের স্ত্রী হতভম্ব হয়ে গেলেন। তার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো।
- সত্যি বলছি আমি কিছু জানিনা। আমি লোকটাকে চিনিও না।
- আমার নিজের চোখে দেখাকে তুমি অবিশ্বাস করতে বলো? আমার ভালোবাসার এই দাম দিলা তুমি?
- সত্যি বলতেছি বিশ্বাস করো। কোন চোর হবে হয়তো।
- দামি প্যান্ট শার্ট পরা চোর আমি এই প্রথম দেখলাম। আমি এটা তোমার কাছে আশা করিনি।
তুমি আমার বিশ্বাস ভেঙ্গে দিয়েছ।
- প্লিজ ভুল বুইঝনা। আমি সত্যি কিছুই জানিনা।
- এসব বলে আর লাভ হবে না। সত্যটা সামনে এসে গেছে। তুমি থাকো আমি একে পুলিশ
ষ্টেশনে দিয়ে আসতেছি। আয় হারামজাদ...!
লোকটাকে কলারে ধরে নিয়ে বের হয়ে আসলেন
কিছুদুর যাওয়ার পর কলার ছেড়ে দিলেন এবং দুইজনে স্বাভাবিকভাবে পাশাপাশি হাঁটতে লাগলেন নিরবতা ভাঙলেন লোকটি ।
- আচ্ছা ভাবীর সাথে এমন করা কি ঠিক হলো?
- আরে বাদ দে। আজকে বাংলাদেশ নিউজিল্যান্ড-এর খেলা, বাদ দেয়া সম্ভব না। আরে সিগারেট দে,
অনেকদিন পর রাতের বেলা সিগারেট খাবো।
- শালা, তাই বলে এইভাবে?
- নইলে তার ভারতীয় সিরিয়াল অত্যাচারে আমার খেলার বারোটা বাজতো। তোর বাসায় কি অবস্থা?
- দেখি কিভাবে বের হওয়া যায়। প্ল্যান কর একটা...!
লেখক: অনিক সিদ্দিকি ।