নির্বাক সেই স্বপ্নগুলো
পাঠকই লেখক ডেস্ক: স্বপ্নটা এমন ছিল.....
ছেলেটা আর মেয়েটা বিয়ে করবে।মেয়েটা প্রতিদিন
ভোরবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাবে। তারপর
ছেলেটাকে ঘুম থেকে ডেকে তুলে দিবে গোসল করার জন্য।
ছেলেটার গোসল শেষে নিজহাতে ছেলেটার গা মুছিয়ে
দিবে।তারপর টেবিলে বসিয়ে নিজ হাতে নাস্তা খাইয়ে
দিবে।অফিস যাবার জন্য ছেলেটাকে রেডি করে দিবে।
ছেলেটার আশপাশ ঘুরঘুর করবে ছেলেটার কোটটা & টাই টা
নিজ হাতে পড়িয়ে দিতে।তারপর নিজের হাতে বানানো
রুটি আর সবজি টিফিনে করে ছেলেটির হাতে দিবে আর
বলবে বাইরের খাবার খাবে না।লাঞ্চ করার সময় আমাকে
কল দিবে, তুমি লাঞ্চ করার পর আমি করবো।
.
.
লাঞ্চ এর সময় ছেলেটা ইচ্ছে করেই বলবে আমার খেতে
ইচ্ছে করছে না।তখন মেয়েটা বলবে খেয়ে নাও তাহলে
গিফট পাবে।ছেলেটা লাঞ্চ খেয়ে ফেলবে কিন্তু একটু আদর
এর জন্য মেয়েটাকে এই কথা টা বলবে।মেয়েটা অনেক খুশি
হবে এই সময় টা।তারপর সেও লাঞ্চ করে নিবে।
.
.
বিকেল বেলা ছেলেটা অফিস শেষ করে আশার পথে ১টা
গোলাপ কিনবে তারপর সেটা পকেট এ লুকিয়ে রাখবে।
তারপর বাড়ি গিয়ে দরজাতে টোকা দেয়ার সাথে সাথে
মেয়েটা দরজা খুলবে সারাদিন এই দরজার দিকে
তাকিয়েই মেয়েটা থাকে। মেয়েটা ল্যাপটপ এর ব্যাগ টা
নিয়ে একটা ভুবনভুলানো হাসি দিয়ে বলবে যাও ফ্রেশ হয়ে
আসো।ছেলেটা তখন মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরে
খোঁপায় গোলাপ টা গুজে দিয়ে বলবে I LOVE U MY
PRINCES......
মেয়েটা বলবে I LOVE U TOO MY PRINCE....
.
.
বিকেল টা এমন হবে কখনো কখনো দুজনে হাত ধরে হাটতে
বের হবে।হয়তো ফুচকা খাবে তারপর রিকশা করে হয়তোবা
হেটে হেটে পুরো বিকেল টা সন্ধ্যা অবধি দুজন ঘুরবে।
তারপর বাসায় ফিরে এসে মেয়েটা নিজ হাতে ১কাপ কফি
বানিয়ে দুজনে ভাগ করে খাবে বারান্দায় ছেলেটার
কোলে বসে।
.
.
তারপর রাতের বেলা দুজন মিলে ১ প্লেট এ খেতে বসবে।
দুজন দুজনকে খাইয়ে দিবে আর প্রানভরে দুজন দুজনকে
দেখবে।তারপর ছেলেটা মেয়ে টাকে আড়কোলা করে
কোলে তুলে নিয়ে হয়তো রুমে যাবে নাহয় ছাদে।
জ্যোৎস্না রাতে ছাদে গিয়ে দুজন জ্যোৎস্না বিলাস
করবে আর মেয়েটা মৃদুসুরে গান গেয়ে শুনাবে ছেলেটাকে।
.
.
যেদিন রাতে আকাশ মেঘলা থাকবে সেদিন তারা ঘুমাবে
না। রাতে বৃষ্টি নামলে তারা ছাদে উঠে বৃষ্টিবিলাস
করবে।দুজনে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজবে। গভির
ভাবে আপন করে জড়িয়ে ধরবে।মেয়েটা বৃষ্টি পাগলী।
বাচ্চাদের মত করে বৃষ্টিতে ভিজবে আর ছেলেটা মুগ্ধ হয়ে
তাকে দেখবে।
.
.
এভাবেই কাটার কথা ছিল সকাল দুপুর বিকেল সন্ধ্যা
গড়িয়ে রাত.......
না কিন্তু এমন হয়নি। মেয়েটা আজ অন্য ঘরের ঘরনী।
টিফিন বানানো হয় দেয়া হয়না। আজও বৃষ্টিতে মেয়েটা
ছেলেটাকে মনে করে কাদে।আজো দরজা খুলে পিছন থেকে
জড়িয়ে ধরা আশা করে, গোলাপ টা আর পাওয়া হয়না।
ফুচকা এখন আর খেতে ইচ্ছে করে না।রিকশা চড়ার সময়
নেই।২কাপে কফি খেতে ইচ্ছে করেনা।মেয়েটাকে কেঊ
কোলে বসিয়ে আদর করে না।কেউ ১প্লেট এ ভাত নিয়ে
খাইয়ে দেয় না। রাতের খাবার মেয়েটার গলা দিয়ে
নামে না।চোখ ভিজে আসে জলে।
.
.
আর ছেলেটা
ছেলেটার আর জব করা হয়নি।আজ সে বাউন্ডুলে। ঘর নেই
বাড়ি নেই পাগল।শুধু বৃষ্টি এলে চিতকার করে বলে
চল নিরুপমা বৃষ্টিতে ভিজবো।তোমার যে বৃষ্টি ভাল লাগে।
চল একসাথে ভিজি বৃষ্টিতে...........
লেখকঃনিলয় আহসান নিশো(বৃ্ষ্টিহীন বর্ষাকাল)
সম্পাদক দায়ী নয়
২৯ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস