রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:০৮:২১

অন্ধ ব্যক্তিকে বিয়ে করবো না !

অন্ধ ব্যক্তিকে বিয়ে করবো না !

এক গ্রামে এক অন্ধ বালিকা বাস করতো । রূপ-লাবণ্যে সে ছিল অপূর্ব । সেই গ্রামের এক যুবক মুগ্ধ হয়েছিল ওই অন্ধ বালিকার সৌন্দর্য্যে ।

রোজ বিকেলে মেয়েটি যখন ফুলের বাগানে সুবাস নিতে আসতো, যুবকটি তখন তাকে কবিতা শোনাতো, নিজের লেখা কবিতা। কবিতার মাধ্যমে বোঝাতে চেষ্টা করত মেয়েটিকে তার ভালোলাগার কথা, ভালোবাসার কথা।

আর ইতিমধ্যেই তাকে সে বুঝাতে চেষ্টা করে, মেয়েটির ভালোবাসা ছাড়া তার জীবনটা বৃথা । ওর ভালোবাসা না পেলে হয়তো অন্ধই হয়ে যাবে তার জীবন ।

তাইতো কোন এক স্নিগ্ধ বিকেলে যুবকটি মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিল ।

মেয়েটি রাজি হলো না, বললো 'যে দিন আমি দেখতে পাবো সেই দিন তোমাকে বিয়ে করবো ।'
...............................................................................................................

বেশ কিছুদিন পর কেউ একজন মেয়েটিকে দুটি চোখ দান করলো।

মেয়েটি চোখের আলো ফিরে পেলো । তখন সেই যুবকটি তার দাবি নিয়ে ফিরে এলো ।

কিন্তু...... মেয়েটি দেখতে পেলো যুবকটি অন্ধ !

মেয়েটি যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করলো এবং বললো 'আমি কোনো অন্ধ ব্যক্তিকে বিয়ে করবো না।'

যুবকটি প্রচণ্ড কষ্ট পেলো এতে । চলে যেতে যেতে মুচকি হাসলো এবং বললো 'Take care of my eyes dear'.

শিক্ষণীয়: প্রকৃত ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয় ।

লেখক: জনৈক লেখক ।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে