-আমি Science নেবো না আম্মু ।
- Science নিবিনা মানে? তুই ভালো রেজাল্ট করেছিস । তো Science নিবিনা কেন?
- Science এর সাবজেক্টগুলো আমার ভালো লাগে না আম্মু।
(কথা হচ্ছে রক্তিম আর ওর মায়ের মধ্যে । রক্তিম ভালো রেজাল্ট করে নবম শ্রেণীতে উঠেছে। কিন্তু ও Science নিয়ে পড়তে চায় না)
ভালো লাগে না বললে তো হবে না । ভালো লাগাতে হবে । তোর বড় ভাইকে দেখে কিছু শিখ । ও ডাক্তার হইছে, আর আমাদের সবার ইচ্ছা তুই ইঞ্জিনিয়ার হবি ।
-Science না নিলে সেটা হবে কেমন করে? তোকে Science নিতে হবে এটাই আমার শেষ কথা ।
- কিন্তু আম্মু.....!
- আর কোনো কথা নয় । এসব আজেবাজে চিন্তা বাদ দিয়ে পড়তে যা ।
পরিবারের ইচ্ছা পূরণ করার জন্য রক্তিমকে Science নিতেই হলো ।
***৪ বছর পর***
রক্তিম ফুটপাত ধরে উদ্দেশ্যবিহীন ভাবে হাঁটছে। Science পড়তে কখনোই ওর ভালো লাগেনি । তাই কখনও পড়ায় মনযোগ দিতে পারত না।
যার ফলে ও কোথাও চান্স পায়নি যেখান থেকে পড়ে ওর পরিবারের দীর্ঘ লালিত স্বপ্ন পূরণ করা যায়। ও এখন ওর পরিবারের একটা বোঝা ছাড়া আর কিছুই নয় ।
এক আবহমান সংস্কৃতির খপ্পরে পড়ে শেষ হয়ে যায় রক্তিমের ভবিষ্যৎ....!
লেখক: তাহমিদ আল সাকিব ।