নাজমুল ইসলামের কবিতা ‘কথা’
অজস্র মিনার ধসে যাবে শুরু হবে প্রলয় লীলা,
চলে যাবে সব আপনাআপনি আমি তুমির খেলা,
যদি বলি ব্যাথা দিয়ে কটু কথা রয়ে যাবে তার কর্কশ আওয়াজ,
ধমনীর তালে তালে বাধিবে কালে কালে শুধুই কেওয়াজ।
কন্ঠনালীর সুর বাজিবে অন্তহীন মহাকালে,
বলিও সে কথা যে কথা শুধু বিজয়ের ঝড় তোলে।
বিবেকের বিষে দংশে যদি হায় তেমন বলার কোন লাভ নাই,
মুখের খোরাক বলেই কি গো বেহিসাবে বলে যাবে ভাই?
বেচে থাকে যা অনন্তকাল শেষ না হওয়ার রাজ্যে,
সাধনায় থাক একাল হতে কভু বলিও না বাজে।
মেশিন তো নও আত্মাপরাধ করবে চিরকাল,
বিনয়ী হৃদয় রাখিও সদাই জিভে রাখিও খেয়াল,
নিংড়ানো কথা রস নেই যার তাও বলিও না ভাই,
স্মৃতিহীন রীতির হাসির পাত্র তাতেও লাভ নাই।
বলিবে তুমি এমন কথা যা সত্যের পথ রাখিবে খোলা,
মরিয়াও তুমি হইবে অমর হৃদয়ে থাকিবে তোলা।
২৭ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস