সুদীপ বিশ্বাসের কবিতা ‘বাড়িয়ে দাও হাত’
কবিতা লিখিনি ওদের নিয়ে,
লিখিনি কখনো ছড়া!
তবু আজ ওদের দেখে,
হৃদয়ে জাগিছে সাড়া!!
ফুলের মতন এই শিশুরা
জন্মেছিল যখন,জানিত কি সে?
জঠর জ্বালায়
জ্বলিতে হবে এখন.
দু বেলা দু মুঠো ভাতের লাগি,
ছুটিছে ওরা মিলে!
তবুও ওদের খুবলে খায়,
বাজ শকুন আর চিলে!!
আমরা কেন তাদের বুঝিনা,
কেন দেই তাদের কষ্ট?
সমাজের বুকে তাদের বানাই,
চোর, অপরাধী ,নষ্ট.
এগিয়ে এসো ওদের পাশে,
বাড়িয়ে দাও হাত!
দেখবে তুমি সারা বিশ্ব ,
দেবে তোমার সাথ!!
২৫ জুলাই ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস