রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:১৮:০৮

নাজমুল ইসলামের কবিতা স্বাধীনতাই বাঙালির অস্তিত্ব

নাজমুল ইসলামের কবিতা স্বাধীনতাই বাঙালির অস্তিত্ব

আমি ঘুমন্ত আমি শান্ত,
আমি তবুও নই ক্লান্ত।
আমি বিস্তৃত সুদুর প্রান্তরে ,
সবুজ মাঠের অন্ত।
আমি দিগন্ত মিশ্রিত নীল—
সবুজের মনোহরি নভ প্রান্ত।
আমি ছায়া সুশীতল —
অশ্বথের ছায়ায় উত্তপ্ত গ্রীষ্মকাল।
আমি ৈচতালি রোদে পথিকের বুকে,
উত্তপ্ত ঘর্মজল।
আমি লাঙলের ফালে আউড়ির চালে,
শুষ্ক ঝিঙের রুক্ষ জাল।
আমি কৃষকের হাতে কুলির কাধে,
বিদ্রোহ কিছুকাল।
আমি সরষে ফুলের হলুদ ভ্রমর,
বৃদ্ধ দম্পতির কোকড়ানো কোমর।
আমি সত্য সাধকের ময়লা গোফে,
রিক্সাওয়ালার বুকপকেটে।
আমি মৎসজীবীর দড়াজাল বেয়ে,
মাঝিমাল্লার খেয়া পার হয়ে।
আমি মিথুক মন্ত্রীর ভাষণ জুড়ে,
উন্মনাঃ ছাত্রের টেবিল ফুড়ে।
আমি আ্যালেন গিনস্বার্গের কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড হয়ে।
এসেছি,
এসেছি,
এসেছি,
স্বাধীনতা।
আমি শত আলোকবর্ষ,
দুর হতে নেমে আসা নক্ষত্র।
আমি চাতকের চোখের কোনজুড়ে,
ছড়ানো অপেক্ষা যত্রতত্র।
আমি বৃদ্ধ স্কুল মাষ্টারের,
মাথার চকচকে টাক জুড়ে।
আমি সাইক্লোন বেগে
শতবাধার প্রাচীর ফুড়ে।
আমি বন্যাপ্লাবিত মাঠের,
দুষিত পানির ঢেউ।
আমি অচিন বাংলার আনাচেকানাচে,
নিদারুণ কষ্টে পড়ে থাকা কেউ।
আমি নির্যাতিত প্রসূতি মায়ের,
বুকফাটা আর্তনাদ।
আমি নবীন চঞ্চলা তরুণীর,
অগাধ চুম্বনের অধরামৃত স্বাদ।
আমি রোদ রোদ বৃষ্টিতে ভিজে,
চৈত্রের চৌচির বিল ভিজিয়ে,
আমি অবুঝ শিশুর মুখটি রক্তজবা রঙে রাঙিয়ে,
এসেছি,
এসেছি,
এসেছি স্বাধীনতা।
আমি বুড়ো হরকরার পুটলি ভরা,
রক্তে ভেজা চিঠি।
আমি দহলিজে পড়ে থাকা রক্তোৎপল শিতলপাটি।
আমি সাংবাদিকের সত্যমিথ্যা,
বড় অক্ষরে লেখা হেডলাইন জুড়ে,
আমি ভাঙা রেডিওর শোঁশোঁ শব্দে
আকাশপাতাল ফুড়ে।
আমি ঘুমন্ত রাখালের দুদাত এড়ের অস্থিরতা জুড়ে,
আমি পৃথিবীর বুকে সবুজ বাংলার জমিন আসমান জুড়ে,
আমি নিশ্বাসরুদ্ধ মুহূর্তে
লাখো লাখো লাশ কুড়িয়ে,
আমি সবুজ বাংলার আকাশে বাতাসে,
আনন্দবার্তা ছড়িয়ে।
আমি খুখুখুকির টলমলে চোখ,
বুড়োবুড়ির আতঙ্ককে তাড়িয়ে,
আমি ভয়ানক মেশিনগান, স্টেনগান, কামানের নল ডিঙিয়ে।
আমি বোমাবারুদ আর গোলাগুলির নির্মমতাকে এড়িয়ে।
আমি এসেছি,
আমি এসেছি,
আমি আরও একবার এসেছি,
বোবা ছেলেটির মনের আকুতি,
দুর্বোধ্য সব বাংলা কথা,
আমি লাঞ্চিত বাঙালির শতবিন্দু রক্ত,
গাড় রক্তিম স্বাধীনতা।
আমি এসেছি,
আমি এসেছি,
আমি এসেছি,
তাবলে আমায় হেলা কোরো না।
আমায় পাওয়ার আনন্দে মেলা কোরো না।
আমি চাই সুরক্ষিত এক আমাকে।
২৫ জুলাই ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে