রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২১:৩১

তবুও লিখিনি কোনো কবিতা

তবুও লিখিনি কোনো কবিতা

কবিতা লিখিনা বহুদিন
প্যাঁচে পড়েছিলাম জীবনের
দম ফাটা শক্ত সে প্যাঁচের বন্ধনে
বন্ধ হয়ে আসছিল বিষাক্ত দম আমার,
বুক ফেটে কলমের কালির মত
বেরুতে চাইছিল টকটকে লাল রক্ত
বাঁধ ভাঙ্গা পদ্মার
ঘোলা স্রোতের পানির মতো
তবুও লিখিনি কোন কবিতা।
বিশুষ্ক জীবনের রক্তাভ কালিতে
পূর্ণ করিনি কাগজের সাদা পাতা
আজও কোন নতুন সুর তুলিনি
নতুন কোন বাঁশরিতে
লিখিনি বহুদিন কোন কবিতা।
শুধু অপেক্ষায় আছি তোমায় জিজ্ঞাসার,
সমুদ্রের ঢেউয়ের গুঁতোয় গুঁতোয়
উপরে উঠে আসা
পরের ধাক্কায় বেসামাল
ফেনার মতো
তুমিও কি আজ তোমার নটরাজদের মতো
সীমাহীন উপরে উঠে গ্যাছো?
অথবা গ্যাছোকি অনেক নীচে নেমে!!!
২২ জুলাই,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে