রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৩৫:১০

আজ নাকি রাজার ভোট?

আজ নাকি রাজার ভোট?

জাতীয় নির্বাচনের এক মাস আগে থেকে ঈদ ঈদ একটা ভাব থাকে । পোস্টার, ফেস্টুনে চারিদিকে ছেয়ে থাকে ।

অনবরত মাইকে প্রচার হয় অমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতো পবিত্র । চায়ের দোকান গুলিতে ড্রাম ড্রাম চা খাওয়ানো হয় মানুষ জনকে, বিনামূল্যে বিড়ি খাওয়ানো হয় ।

প্রার্থীদের চেহারা পাঁচ বছরে দেখা না গেলেও ভোটের আগে বাড়ি বাড়ি এসে কাঁচুমাচু করে ভোট চায় এবং দোয়া চায় ।

ছোট ছোট ছেলে মেয়েরা ভোটের পোস্টার, ছোট ছোট মার্কা সম্বলিত কার্ড জমা করে ওই কাগজ দিয়ে খেলা করে ।

ভোট কেন্দ্রের আশে পাশে মেলা বসে । বুট, বাদাম, মিষ্টি, জিলাপি, ঝাল মুড়ি, মিষ্টি পানের দোকান বসে । মা-চাচীরা ভোট দিতে যায়, স্ব স্ব দলের লোকেরা বাড়ি বাড়ি ভ্যান পাঠিয়ে দেয় । এছাড়াও রাস্তায় ফ্রি ভ্যান রিক্সা থাকে যারা ভোট কেন্দ্রে আনা নেওয়া করে ।

ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভোটের নাম্বার এজেন্টরা স্লিপে লিখে দিয়ে দায় স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ।

ছোট ছোট বাচ্চাদের এদিন আনন্দ দেখে কে? গাছে ঝুলানো পোস্টার, দেয়ালে লাগানো পোস্টার আরামে ছিঁড়ে ছিঁড়ে মজা নেয় ।

............................

আর এবারের জাতীয় ভোটে যা দেখছি:

আর্মি, বিডিয়ার, নৌবাহিনী, র‍্যাব সামরিক গাড়ির উপর ম্যাশিনগান লাগিয়ে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ।

ভোটের প্রচারণা নেই, পোস্টারে ছেয়ে যায়নি সারা দেশ । পোস্টারের বদলে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ভরে গেছে দেশ ।

আমাদের এলাকায় দুইটা ভোট কেন্দ্র থেকে ঘুরে এলাম । দুই ভোট কেন্দ্রে ৪ টা ভোটার দেখেছি । ৪ ভোটারের ভেতর তিন ভোটার আমার চেনা, সুধীর কাকা, সন্ধ্যা রাণী, অজর কুমার নাগ [নাগ বাবু] , আরেকজনকে চিনি না ।

রাস্তা-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে । বাবা-মা তাদের ইয়াং ছেলেদেরকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, সবারই এক কথা অবস্থা খারাপ বাইরে যাসনে বাবা ।

ছোট ছোট পোলাপান পোস্টার ছিড়ে আনন্দ করবে কি? ঘরের ভিতর সোফায় শুয়ে বসে সোফার বালিশ ছুড়ে খেলছে ।

যাই হোক যে কথা বলতে চাচ্ছিলাম । আজ রাজার ভোট । প্রজারা আনন্দ করে ভোট দিবে, আনন্দ করবে আজ । কিন্তু প্রজাদের অধিকার হরণ করা হয়েছে ।

সবশেষে একটি কৌতুক বলে ইস্তেফা দিচ্ছি:

এক ছেলেকে জিজ্ঞাসা করা হলো, কোন ক্লাসে পড়ো? ছেলে বললো, ক্লাস ফাইভে । এরপর রোল কতো তা জিজ্ঞাসা করা হলো? ছেলে উত্তর দিলো, এক রোল ।

ছেলেটি নিশ্চয় খুব মেধাবী। আচ্ছা তোমাদের ক্লাসে কতো জন ছাত্র ছাত্রী ?

ছেলেটি উত্তর দিলো, এক জনই ।

লেখক: এফ. এইচ. ফরহাদ ।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে