পাঠকই লেখক ডেস্ক:
মেয়ে: জান, শুভ জন্মদিন।
ছেলে: ধন্যবাদ জান...।
মেয়ে: জান, আজ সন্ধ্যায় ৭:৩০ এ আমি তোমার বাসায় আসবো।
ছেলে: সত্যি !!! প্রমিস?
মেয়ে: সত্যিই প্রমিস। আমি তোমাকে অনেক ভালোবাসি।
যে কিছুই হোক আমি আসবোই তোমার কাছে।
ছেলে: আমিও তোমাকে অনেক ভালোবাসি..! আচ্ছা, তাহলে আমি তোমার পছন্দের ডিনার তৈরি করছি।
মেয়ে : ঠিক আছে।
ঠিক ৭:৩০.. কিন্তু মেয়েটা এলো না......!
১ ঘন্টা পর.. ৮:৩০ এ মেয়েটা এলো......!
ছেলে: কি ব্যপার! এতো দেরি হলো যে?
মেয়েটি জড়িয়ে ধরে বললো, সরি জান.. রাস্তায় ভীষণ ট্রাফিক।
ছেলে: আচ্ছা ঠিক আছে.. চলো ডিনার করি..!
একটু পর মেয়েটির মায়ের ফোন আসলো ছেলেটির কাছে......!
মেয়েটির মা: (কান্নাজড়িত কন্ঠে) আমি তোমাকে কিছু বলতে চাই, আমি এখন হাসপাতালে..! আমার মেয়ে আর বেঁচে নেই।
ছেলে: কি !!! আপনি কি বলছেন?
মেয়েটির মা: ১ ঘন্টা আগে তার গাড়ি এক্সিডেন্ট করেছে ।
ছেলেটি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে দেখলো......!
অন্ধকারে মেয়েটি মোমবাতি হাতে দাঁড়িয়ে। ছেলেটিকে বলছে, জান... আমি আমার ওয়াদা ভাঙিনি...!!!
লেখিকা: সামিহা আহমেদ।