রাজীব মাহমুদ প্রেম:
আজ এই বাদল দিনে
মন চলেছে পিছু টানে,
ঐ দুর পাহাড়ের প্রাণে
আর মাঝি ভাইয়ের গানে।
রিমঝিম টুপটাপ বৃষ্টির শব্দ
করে দেয় পৃথিবীকে নীরব স্তব্ধ,
বাতাসে ভেসে আসে হৃদয়স্পর্শী হাওয়া
বাংলার প্রকৃতি যেন বিধাতার নিবিড় আঁচলে ছাওয়া।
এমন সন্ধ্যায় বৃষ্টি দেখে
কৃষকেরা সুর তুলেছে জারি-সারি গান,
একটু যেন আশার প্রদীপ
সুখে ভরে প্রাণ।
বপন হবে সোনার ফসল
শ্যামল হবে মাঠ,
মুছকি হাসিতে যাবে বধু
ঐ যে পুকুর ঘাট।
আসবে কৃষাণ বাড়ি ফিরে
সোনার ফসল দেখে,
দেখবে এসে রুপসী বধু
মিষ্টি হাসি মুখে।
আজ এই বাদল দিনে মনে পড়ে সেই
দুষ্টু শত আশা,
পেতে মন চাই নতুন করে
অবুঝ ভালোবাসা।
কবি: অধ্যয়নরত, দর্শন বিভাগ,১ম বর্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
২৮শে জুন, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/আরএম