রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:০৪:৪৮

আলোর ফাঁদ

আলোর ফাঁদ

মন টেকেনা প্রবাস মেলায় ব্যাকুল উচাটন,
স্মৃতির পীড়ন রাত বিরাতে ঝড় বহে শন শন।
ইটের ভাজে মন পড়েছে যায়না ছোঁয়া চাঁদ,
কোথায় আলো!আলেয়া সে;কেবল আলোর ফাঁদ!
নানান রঙে নানান ঢঙে দালান ইমারত,
মন কাড়েনা সোনার মহল সোনায় মোড়া রথ।

আমার কেবল মন পড়ে রয় শ্যামল ঘেরা গাঁয়,
সবুজ টোপর মাথায় দেয়াং ডাক দে রে আয় আয়।
দেয়াং কোলে চুপটি ঘুমায় আমার সোনার গাঁ,
দোয়েল শীষ আর শীতল হাওয়ায় ভাঙ্গে জড়তা।
ফাগুন যেথায় আগুন রাঙা কৃষ্ণচুড়ার ডাল,
পথের ধুলোও রত্ন সেথা মিশবো মহাকাল।
দে খুলে দে খাঁচার দুয়ার ডাকছে মায়ের দেশ,
তাহার কোলেই শয়ন পেতে মুদব নয়ন শেষ।।
লেখকঃ
মাহফুজুল আলম খান
দুবাই
২৭ জুন ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে