বর্ষা বন্দনায় আসাপ’র সাহিত্য আসর
পাঠকই লেখক ডেস্ক: বর্ষার বারিধারায় ভেসে যাচ্ছে শহর-গ্রাম। জলযট, যানজট, রাস্তাঘাটের বিচ্ছিরি দশায় বেড়েছে ভোগান্তি। তবুও কারো মনে এতটুকু অনুযোগ নেই। গ্রীষ্মের তীব্র দহনের পর আকাশের কান্না সে তো আশীর্বাদই।
শান্তির পরশ মাখা বৃষ্টির মতোই বৃহস্পতিবার দিনভর চলল আনোয়ারা সাহিত্য পরিষদ (আসাপ) এর সাহিত্য আড্ডা। কবিতা, ছড়া, গদ্য আর আলোচন্য সাহিত্য প্রেমীদের সরব উপস্থিতি জানান দিল বৃষ্টি প্রেমে উতলা সবাই।
অাসাপ’র আয়োজনে নবম এই আসরে সকাল থেকে নানা বয়সী সাহিত্যপ্রেমীরা ‘আসাপ’ এর ফেসবুক পেইজে ‘পোস্ট’ দিচ্ছেলেন সরচিত লেখাগুলো। কেউ বয়সে একেবারেই তরুণ। আবার কারো এ বসন্তেই পেরিয়ে গেছে সত্তর বছর। কেউ দিয়েছেন সাদা কাগজে শব্দের ফসল ফলানো গল্প, ভাঁজ করা কাগছে তুলে রাখা কবিতাটি কেউ সযত্নে জমা করেছেন অনলাইনে। যারা এ সবের বাইরে, গল্প দেননি, কবিতাও না—তাদের কেউ এনেছেন ছড়া, ছন্দের মধু; কেউ দিয়েছেন সুচারু দৃষ্টিতে বিশ্লেষিত কোনো প্রবন্ধ, নিবন্ধ। আবার একদল ছিলেন কেবল ‘পড়া’তে মগ্ন কিংবা আলোচনায়।
আসাপ’র জ্যেষ্ঠ কর্মী মাহফুজুল আলম খানের আহবানে সাহিত্য আসরে অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মোস্তাক, ছড়াকার খালেদ শরফুদ্দীন,ছড়াকার গোফরান উদ্দীন টিটু, গল্পকার মাজহারুল আলম তিতুমির।
আসরে প্রাধান্য ছিল বর্ষা বন্দনা। বর্ষায় রবীন্দ্রনাথের বাউল হূদয় গেয়ে ওঠে : ‘হূদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মত নাচেরে’।বর্ষার আবেগে ভেসে যাওয়া কাজী নজরুল ইসলাম বর্ষাকে দেখেছেন, ‘বাদলের পরী! কাজল মেয়ে, ‘জলের দেশের কন্যা’ প্রতিরূপে।সত্যেন্দ্রনাথ দত্তের মন্দাক্রান্তা ছন্দে লেখা ‘যক্ষের নিবেদন’ কবিতায়:‘পিঙ্গল বিহ্বল ব্যথিত নভতল কই গো কই /মেঘ উদয় হও/ সন্ধ্যার তন্দ্রার মুরতি ধরি আজ মন্দ্র মন্থর বচন কও’।
তবে পুরো আসর বর্ষা বন্দনায় সীমাবদ্ধ ছিল তেমনটি নয়। আড্ডা গড়িয়েছে সংযমী রমজানের স্মৃতিকথা থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেট, প্রবাস জবিনের আনন্দ বেদনা, দেশের আর্থ সামাজিক চিত্র ইত্যাদি নানা অলি-গলিতে।
গল্পকার মাজহারুল আলম তিতুমিরের ছড়া, আসাপের প্রতিষ্ঠাতা সভাপতি রফিক আহমদ খান এর রোজা নিয়ে স্মৃতিকথা, লেখক শহিদুল ইসলাম শহীদের অণুগল্প, সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেনের চাটগাঁইয়া ছড়া, নূরুন্নবী আলীর বিশ্লেষণধর্মী আলোচনা, মাহফুজুল আলম খানের ছড়া, মুহাম্মদ নুরুল আবছারের ছড়া আসরে ঔজ্বল্য ছড়িয়েছে।
ছড়া, কবিতা, লেখায় সপ্রতিভ ছিলেন নুরুল আনোয়ার ইমরান, আলমগীর মুহাম্মদ সিরাজ, সাইফুদ্দীন সোহেল, মুহাম্মদ ইউসুফ, এমরান এমি, নওশাদ আলী, আতিকুর রাসেল, মোহাম্মদ ইরফান, মমিনুল হক, আবুল বয়ান ,ছড়াকার কাজী এনাম উদ্দিন,হামিদ হোছাইন মাহাদী, হাছান বিন কাশেম, মাহফুজুর রহমান প্রমূখ।
২৬জুন, ২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস - See more at: http://bangla.mtnews24.com/post.php?id=52826&page=73#sthash.gV1YEdzq.dpuf