রাজীব মাহমুদ প্রেম:
আমরা বাঙ্গালি আমরা দুরন্ত দুর্বার
তাই বিশ্ব জয়ের লক্ষ্যে এবার তুলেছি হুংকার,
লিখব মোরা স্বর্ণাক্ষরে বাংলার ইতিহাস
দুর্নীতি করে বিশ্বকাপে করেছিলে সর্বনাশ
তাইতো ভাইপো দিয়ে দিলাম আস্ত আঁছোলা বাঁশ।
স্বপ্নের জয়ে বিস্ময় চোখে
হতভম্ব দুনিয়া,
পা দেওয়ার আগে বাংলার মাটিতে
আসিও সাবধানে গুনিয়া।
ক্রিকেট মোদের স্বপ্ন দেখায়
হাসতে শেখায় রোজ,
বাঁচতে শেখায় বীরের মতন
দেয় নতুনের খোঁজ।
বীরের মত যুদ্ধ করো
যারা আছো একাদশে,
স্টেডিয়াম থেকে টিভির কোনায়
আছি বসে তোমাদের পাশে।
দাও উড়িয়ে জয়ের নিষাণ
পূর্ণ করো গোল,
হাসি মুখে দাও ভরে দাও
বাংলা মায়ের কোল।
কবি: অধ্যয়ণরত, দর্শন বিভাগ (১ম বর্ষ), রাজশাহী বিশ্ববিদ্যালয়।
২৩শে জুন, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/আরএম