যে কথা হয়নি বলা নরেন্দ্র মোদিকে’
পাঠকই লেখক ডেস্ক : শুনলাম নরেন্দ্র মোদী নাকি ঢাকার রামকৃষ্ণ মিশন ও ঢাকেশ্বরী মন্দির গিয়েছিলেন। সেখানকার কর্তা ব্যক্তিদের নাকি তিনি জিজ্ঞেস করেছিলেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন কেমন আছে? উত্তরে তারা বলেছে-
"সব ঠিক আছে। আমরা ভালো আছি।"
না, তারা কেউ বলেনি- এই দেশে কেউকে চাঁদে দেখা গেলে আমাদের উপর হামলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার হলে, আমাদের উপর হামলা হয়; ভোট হচ্ছে তাই আমাদের উপর হামলা হয়; কারনে অকারনে আমাদের মালাউন বলা হয়; ভারতের দালাল বলা হয়; রাজনৈতিক নেতারা শত্রু সম্পত্তি মনে করে, যে যার মতো করে মাঝে মাঝেই আমাদের সম্পত্তি দখল করে!
না, এর কোন কিছুই তারা নরেন্দ্র মোদিকে বলেনি। বলেছে- "সব ঠিক আছে। আমরা ভালো আছি।" এটাই তো দেশের প্রতি ভালোবাসা। যত কষ্টেই থাকি, এর পরও তো নিজের দেশ। তাই অন্য দেশের প্রধানমন্ত্রীর কাছে নিজ দেশকে তাঁরা ছোট হতে দেননি। অথচ এই আমরাই উঠতে বসতে এদের মালাউন বলি, ভারতের দালাল বলে গালি দেই।
লিখেছেন : আমিনুল ইসলাম
১৩ জুন,২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি