পাঠকই লেখক ডেস্ক : আমি তখন খুলনা বয়রায় থাকি ৬ বছর আগের শীতে সকাল ৭ টার দিকে পলাশ দা ফোন দিছে। আমি তখনও গভীর ঘুমে!
পলাশ দাঃ এই কই তুই? তাড়াতাড়ি আয় ,আজকে "পপিকে"রে প্রপোজ করব। পপি প্রাইভেট পড়তে আসছে। আজকে কিছু একটা কইরাই ছাড়ব।
আমিঃ ভাই, পপি এর গুন্ডা মার্কা ভাইটা যদি আজকে আবার আসে, তাইলে কিন্তু খবর আছে।
পলাশ দাঃ এই পলাশ কোন গুন্ডারে ভয় পায় না, পলাশ নিজেই বিশাল বড় গুন্ডা, তুই তাড়াতাড়ি আয়।
আমি তাড়াতাড়ি রেডি হয়ে প্রাইভেটের শিক্ষকের বাসার সামনে গেলাম। গিয়ে দেখি পলাশ দা একদম ব্লেজার ,কনভার্স পড়ে রেডি প্রপোজ করার জন্য... পপি প্রাইভেট থেকে বের হইছে, আমি আর পলাশ দা এগিয়ে গেলাম। পলাশ দা পপি এর সাথে কথা শুরু করবে তখনই দেখলাম গুন্ডা মার্কা ভাই বাইক নিয়ে হাজির। সাথে সাথে পলাশ দা পপি রে বলে উঠল, "দিদি, আমরা গরীব মানুষ ২ টাকা ভিক্ষা দেন, চা খামু"। পপি নির্বাক হয়ে তাকিয়ে আছে পলাশ দার দিকে।
গুন্ডা ভাইঃ এই তুই কেডা?
পলাশ দাঃ ভাইজান,আমি ফকির। দুইটা টেকা দেন।
গুন্ডা ভাইঃ ফাইজলামি করস, জুতা মোজা পইড়া তুই ভিক্ষা করস, মাইর খাবি।
পলাশ দাঃ জনাব, ভিক্ষা কইরা আয় উন্নতি ভাল হইতেছে, তাই জুতা মোজা খরিদ করেছি।
গুন্ডা ভাইঃ এই নে পাঁচ টাকা রাখ, ভাগ এইখান থেইকা।
পলাশ দাঃ দোয়া করি আফনের বইনের পিছে যাতে কোন পোলাপান না লাগে।
আর কোনোদিন আমার সামনে পলাশ দা পপিরে প্রপোজ করে নাই। পলাশ দারে পপি পাইলেই বলত,"ভিক্ষা লাগবে, এই নেন ২ টাকা" :
আজ থেকে দুই বছর আগে পলাশ দা এইদিনে পপি বিয়ে করেছে। শুভ বিবাহবার্ষিকী দাদা-বৌদি।
আর আমি বেশি স্মার্টনেস, শক্তি আর সমাজসেবা দেখাতে গিয়ে আজ আমার কোন GF নেই! জীবনে পলাশ দার মত এমন কাণ্ড করলে ভালই হতো, পপি বউদির মত সুন্দরী কাউকেতো অন্তত পেতাম।
লেখক : রুপসা পাড়ের ছেলে
১২ এপ্রিল,২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস