শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯, ০৩:৫৮:৪৫

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক দৈত্যাকার গ্রহাণু!

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক দৈত্যাকার গ্রহাণু!

বিচিত্র জগৎ ডেস্ক: বিজ্ঞানীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। নতুন এক চিন্তার মধ্যে দিয়ে দিন-রাত পার করছেন তারা। পুরানো সমস্যা নতুন করে হাজির হয়েছে। ফের পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক দৈত্যাকার গ্রহাণু। সেই গ্রহাণুর নাম দিয়েছে ২০১৯ সিওয়াই। 

এ বিষয় বিজ্ঞানীদের তথ্য মতে, আগামী বুধবার দুপুরের দিকে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে এটি। দূরত্ব হবে ১২ লক্ষ ৬০ হাজার কিলোমিটার। জানা গেছে, ৭৮ ফুটের এই গ্রহাণুকে প্রথম দেখা গিয়েছিল গত ৪ ফেব্রুয়ারি। নাসার পক্ষ থেকে যদিও জানানো হয়েছে পৃথিবীর দিকে এর আছড়ে পড়ার সম্ভাবনা কম। তবে আশঙ্কা কাটছে না।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধরণের গ্রহাণু পৃথিবীর কক্ষপথ ছেদ করে আর এটাই মূলত চিন্তার কারণ। পাশাপাশি এটি পৃথিবীর খুব কাছে চলে আসবে। যার দূরত্ব হবে ১২ লক্ষ ৬০ হাজার কিলোমিটা। যা খুব কাছে মনে না হলেও, মহাজাগতিক ক্ষেত্রে এই দূরত্ব বেশ কম।

প্রসঙ্গত, এই গ্রহাণু কোনো বস্তুর ওপর আছড়ে পড়লে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। তবে বিজ্ঞানীদের কথা অনুযায়ী, পৃথিবীর কোনো ক্ষতির সম্ভাবনা নেই৷ তবে আশঙ্কা থাকছেই। যার ফলে, ২০১৯ সিওয়াই নামের এই গ্রহাণুর দিকে এই মুহূর্তে নজর রাখছেন বিজ্ঞানীরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে