পাঠকই লেখক ডেস্ক : টানা তিনবার কল দেওয়ার পর চতুর্থ বারে কলটা রিসিভ হলো:
- হ্যালো…
- হ্যালো, তুমি কে?
- জ্বী, আমি শাওন!
- শাওন কে? ঠিক চিনতে পারলাম না!
- আমি ভাইয়ের ছোট ভাই।
- ও কোথায়? আর তুমি ফোন রিসিভ করলে কেনো?
- আসলে ভাই খেলতেছে তো। আর মোবাইল আমার কাছে দিয়ে গেছে। আচ্ছা, আমি ভাইকে কিছুক্ষণের মধ্যে কল দিতে বলছি।
- ওকে।
কিছুক্ষণ পর সেই নাম্বার থেকে কল। রিসিভ করেই প্রথমেই সরি!
- ওই, এতক্ষণ লাগে কল দিতে? আমি কখন কল দিছি তোমাকে? আর এত্তো খেলা কিসের?
- অনেকদিন পর বাড়ি আসলাম, তাই সবাই খেলার জন্য ধরে নিয়ে আসছে। আচ্ছা, আমি তোমাকে ১০ মিনিট পর কল দেই? আমার এখন ব্যাটিং-এ নামতে হবে। সবাই খুব ডাকাডাকি করছে।
- না, কোনো ব্যাটিং-ট্যাটিং নাই। আমি এখন কথা বলবো। আর এখন যদি কল কাটো, তবে খবর আছে তোমার!
- প্লিজ, প্লিজ, জান…বুঝার চেষ্টা করো। ওরা খুব চিল্লাচিল্লি করতেছে। আমি কিছুক্ষণ পর এসেই তোমাকে কল দিচ্ছি। লাভ ইউ! বাই!
- এই শোনো..
পুরো কথা শুনার আগেই ওপাশ থেকে কল কেটে দিলো। এতে প্রচন্ড রাগ হচ্ছিল মেয়েটার। এইবার নিজে নিজেই বলতে লাগলো, এত্তোবড় সাহস ওর? ও খেলার জন্য আমার কল কেটে দেয়? আল্লাহ্, ও যেনো প্রথম বলেই আউট হয়। আমিন!
এইকথা গুলো ভাবার মাঝেই মেয়েটির মোবাইলে রিং আসে! ডিসপ্লেতে তারই নাম্বার, যাকে এতক্ষণ অভিশাপ দিচ্ছিলো! মনে মনে ভাবলো, এটা কি? ব্যাটিং এ নামে নাই নাকি?! এবার কলটা রিসিভি করেই বলে উঠে …
- কি ব্যাপার? ব্যাটিং এ নামো নি?
- হুম, নামছিলাম। কিন্তু, আউট হয়ে গেছি! তাও প্রথম বলেই!
- (চরম আশ্চর্য হয়ে) সত্যি বলছ? তুমি আউট হয়ে গেছো? তাও আবার প্রথম বলে?!
- হ্যাঁ, সেটাই। ব্যাটিং এর মাঝে তোমার কথা ভাবতেছিলাম, এর মাঝে বল এসে ষ্ট্যাম্পে লেগে আউট। সব দোষ তোমার। তুমি আমাকে নিশ্চয়ই বদদোয়া দিছো, তাই এটা হইছে। আর পাঠাইছো ই তো ঝগড়া করে।
- হিহিহি…মিথ্যা বলবো না। দিয়েছিলাম তো বদদোয়া, বাট এভাবে যে অক্ষরে অক্ষরে মিলে যাবে ভাবি নাই!
- হুহ…আবার বলেও, যাও তোমার সাথে কথা নাই।
- এই শোনো, শোনো…
এইভাবেই চলতে থাকুক খুনসুটি…বাকিটা আপনারাই কল্পনা করে নিন! বাট, ঘটনা কিন্তু সত্যি!
লেখক : অগোছালো তনয়া
৬ ফেব্রুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি