আনন্দবাজারের ভুল, দায়ভার কার?
আরিফুর রাজু: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নাকি বাড়িওয়ালার ছেলেকে পিটিয়ে জখম করেছিলেন। অভিযোগ উঠে বিজয় ও তার ছোট ভাই বেজ ব্যাট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিলেন তাদের বাড়িওয়ালার ছেলে মোতালেব হোসেন বাপ্পীকে (২৪)।
ঘটনাটি ঘটেছিল ১৩ ডিসেম্বর রাত ৯টার দিকে। পরে অবশ্য বিজয় দাবি করেছিলেন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসের মাধ্যমে ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্খিদের উদ্দেশ্য করে বিজয় বলেছিলেন ঘটনাটি ঘটনো হয়েছে স্প্রেফ তাকে ফাঁসানোর জন্যে।
তারপরও বিজয়ের বিষয়টি নিয়ে কম জল ঘোলা হয়নি বাংলাদেশি মিডিয়া পাড়ায়। বাংলাদেশের পত্রিকাগুলো বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলতে বাকি রাখেননি ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা। তবে পত্রিকাটি গুরুতর ভুল করে নিউজের ছবি ব্যবহার করে জাতীয় দলের সাবেক খেলোয়াড় এনামুল হক জুনিয়রের ছবি প্রকাশ করেছেন।
পত্রিকাটিতে তারা লেখেন ‘বাংলাদেশ ক্রিকেট দলের পরিচিত মুখ। ২০১৫ বিশ্বকাপ দলেও রয়েছেন তিনি। শুধু তাই নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভাইকিন্সের হয়ে নিয়মিত দিলশান তিলকরত্নের সঙ্গে ওপেন করতে নামেন এনামুল।তাঁর নাম কি না শিরোনামে চলে এল মারপিট করার জন্য! ’
আর ছবিতে যে এনামুলের কথা বলা হয়েছে। তিনি বাংলাদেশ দলের সাবেক নির্ভরযোগ্য স্পিনার ছিলেন। অতীত দাবি করছে তাকে কখনই ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যায়নি। বরং তিনি বল হাতে অনেকটা ভয়ংকর ছিলেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের কাছে। ১৫টি টেস্ট ও ১০ টি ওডিআই খেলেছেন তিনি। টেস্টে উইকেট নিয়েছেন ৪৪ ও ওয়ানডেতে ১৪টি।
এরপর তারা লিখেছে, ‘২২ বছরের এই উইকেট কিপার ব্যাটসম্যান ইতিমধ্যেই খেলে ফেলেছেন চারটি টেস্ট ও ৩০টি একদিনের ম্যাচ। ঝুলিতে রয়েছে তিনটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিও।’তথ্যগত ও
একটি জনপ্রিয় দৈনিক পত্রিকার এমন গুরুতর ভুল কতটুকু যৌক্তিক তা একজন পাঠক হিসেবে আমার আদৌ জানা নেই।
লেখকের একান্তই নিজস্ব মতামত। এটি এমটিনিউজের সম্পাদকীয় নীতির আয়তাভুক্ত নহে।
লেখক: সাংবাদিক ও অধ্যয়ণরত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সাংবাদিকতা ও গণসংযোগ বিভাগ)। ই-মেইল:
[email protected] । ১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/আরএ