আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের চ্যাম্পলাইন লেকে এক নারী এমন একটি মাছ ধরেছেন, যার দুটি মুখ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই মুখ বিশিষ্ট এই মাছের ছবি খুব দ্রুত ভাইরাল হচ্ছে।
এনবিসি নিউজ জানিয়েছে, ডেবি গ্যাডেস নামের ওই নারী তার স্বামীর সাথে চ্যাম্পলাইন লেকে বের হওয়ার সময় অদ্ভুত চেহারার এই মাছটি ধরেন।
ডেবি গ্যাডেস বলেন, আমরা যখন নৌকায় উঠলাম তখন আমি যা দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না! দুটি মুখ! এবং তবুও এই মাছটি স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ! এসময় তিনি আরও বলেন, আমরা এমন একটি অদ্ভূত মাছ দেখে খুব আশ্চর্য হলাম।
ফক্স নিউজ জানিয়েছে, মাছটি ধরার পর হ্রদে ছাড়ার আগে ডেবি গ্যাডেস ও তার স্বামী মাছের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। কয়েকটি নিউজ পোর্টালেও ওই ছবি প্রকাশ করা হয়।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নটি বয়েজে ফিশিং’ নামের একটি দল পোস্ট করলে বিশ্বজুড়ে এই দু’টি মুখওয়ালা মাছের ছবি ভাইরাল হয়ে যায় ব্যাপকহারে।
ছবিটি শেয়ার করার পর নটি বয়েজ ফিশিং দল লিখেছে, ডেবি গ্যাডস ও তার স্বামী চ্যাম্পলাইন হ্রদে মাছ ধরার সময় দুই মুখযুক্ত এই মাছটি পেয়েছেন।