রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫১:০৪

স্বভাব

স্বভাব

পাঠকই লেখক ডেস্ক: মানুষ আজীবন তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তার বেড়ে ওঠা, আচার-আচরণ, স্বভাব চরিত্র এর সব কিছুই মানুষের পরিবেশ পরিবার ও সমাজ ব্যবস্থা থেকে গ্রহন করে। এদের মধ্যে স্বভাব বিষয়টি একটু ব্যতিক্রম। এটি অভ্যন্তরীণ বিষয় যার যার মত। কিছু মানুষকে দেখেছি হাঁটার সময় বা জটলা করে দাঁড়িয়ে থাকার সময় একজন অপরজনের কাঁধে হাত দিয়ে রাখে। আবার কিছু মানুষকে দেখেছি হাতে হাত রেখে হাঁটে। এমন কি বিশ্ববিদ্যালয় লেভেলেও কিছু ছাত্রদের দেখেছি একজন অপরজনের হাত ধরে হাঁটতে। বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক তো একদিন বলেই ফেললেন আমেরিকায় এই ব্যাপারটি অন্য ভাবে নেয়। আমার স্কুল জীবনের এক বন্ধু ছিল। সে তো রাস্তা দিয়ে হাঁটার সময় রীতিমত ধাক্কাতো যে পর্যন্ত না রাস্তার প্রস্থ অতিক্রম করতো। সে এখন ডাক্তার জানিনা রোগিদেরকেও এভাবে ধাক্কায় কিনা। আমাকেতো একদিন তার এ স্বভাবের বদৌলতে ড্রেনে পড়তে হয়েছিল। কিছু মানুষকে দেখেছি কথা বলার সময় সাথের মানুষটার জামার বোতাম ঘুরাতে থাকে। কিছু মানুষকে দেখেছি সবার সামনে হেইও জোড়ে হাঁচি দিয়ে এলাকা প্রকম্পিত করে ফেলে। তার নাকের ময়লাগুলো বাতাসে ধূলোর মত ভাসতে থাকে যা অপরের জন্য অত্যন্ত বিরক্তি এবং ক্ষতির কারণ। কেউ কেউ যে কোনো জাগায় হ্যাঁৎ করে নাক ঝারে এবং কখনো ফলাফলের ভাগশেষটুকু হয় জামায় মুছে, নয় কোন দেয়ালে বা বেড়ায়। এমনও কিছু মানুষকে দেখেছি যাদের পোষাক দেখলে মনে হবেনা যে তারা ম্যানার জানেনা। যেমন একজন ভাল পোশাক পড়া ফিটফাট মানুষ দাওয়াত খাওয়া শেষের দিকে মুখ গহ্বরে হাত ঢুকিয়ে একজন সফল ডেন্টিস্ট এর মতো সফল অস্ত্রপোচার করে একপিছ্ চর্বিত মাংসের আঁশ বের করে নিয়ে আসল। কিংবা পান খাওয়ার পর খিলাল করে দাঁতের ফাঁক ফোকর থেকে যা বের করছেন তা আবার আহাল্লাদিত হয়ে চিবুচ্ছেন এবং চিকার মতো চিঁ চিঁ শব্দ করে দাতের ফাকা পরিস্কার করছেন। বাজারে এক মহিলা রাতবিরাতে ঘোরাফেরা করতো খোদ্দেরের খোঁজে। একদিন তাকে এক লোক এ কাজ থেকে বিরত রাখতে এক গার্মেন্টস কোম্পানিতে হেলপার পদে চাকুরি দিল। চাকরিতে অনেক কস্ট দেখে তা ছেড়ে দিয়ে সে কিছুদিন পর আবার বাজারে ফিরে এলো। প্রশ্ন হলো এত কথা কেন বলছি। হ্যাঁ, প্রসঙ্গে ফিরে আসি। কিছু কিছু মানুষের স্বভাব কখনোই যাবে না। মনোবিজ্ঞানের মতে ২১ বছরের পর মানুষের মধ্যে আর কোনো মৌলিক আচরণগত পরিবর্তন ঘটে না। আর তাছাড়া প্রত্যেকটি মানুষের নিজের ব্যাপারে কিছু বদ্যমূল ধারণা থাকে যা আপনি আমি এমন কি বিশেষজ্ঞ ব্যক্তিগণ বদলাতে পারবে না। এখন শীতকাল ফুটপাতে কিছু মানুষ জীবন ধারণ করে তাদের দেখে মায়া হয়। হয়তো তাদের কথা ভেবেই শুকান্ত লিখেছিলেন "হে সূ্র্য শীতের সূ্র্য তুমি কি জাননা আমাদের গরম কাপড়ের খুবই অভাব।" একজন ধনী মানুষের উপর রাগ করে আমি বলেছিলাম এদের পুনরবাসিত করতে পারেননা? আপনার মতো ১০০ ধনী মানুষের শুধু একটি ইচ্ছা অনেকগুলো গরীব মানুষের উপকার হয়। তার জবাব পেয়ে আমি খুবই হতাশ হলাম। তিনি বললেন যাদের নিয়ে আপনি ভাবছেন এরকম বেশ কিছু পরিবার আমরা পুনরবাসন করতে চেয়েছি কিন্তু ওরা শেষতক রাজি হয়না। যে হয় সে আবার কয়েকদিন পর নিজের জায়গায় ফিরে আসে। ঐ যে বললাম অভাব। অভাবে স্বভাব নষ্ট হয়। যাহোক, আমরা নিজ নিজ অবস্থানে থেকে শীতের মধ্যে যেনো কেউ কষ্ট না পায় তার ব্যবস্থা করার উদ্যোগ যেনো নেই। ভূপেন হাজারিকার একটি গান দিয়ে শেষ করবো- "মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভুতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য........... ২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে