বিচিত্র জগৎ ডেস্ক : ভারতের হায়দরাবাদের গোউলিগুডা নামক অঞ্চলে দিনের ব্যস্ত সময়ে বাস চালাতে চালাতেই হঠাত্ হার্ট অ্যাটাক হয় চালকের। প্রচণ্ড যন্ত্রণায় চিত্কার করে উঠলেও নিজের কর্তব্য থেকে সরে যাননি তিনি।
ব্যস্ত রাস্তায় কোনোরকম দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্য বাস নিরাপদে পার্ক করে তবেই স্টিয়ারিংয়ের ওপর ঢলে পড়েন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গোউলিগুডার মহাত্মা গান্ধী বাস স্টপে এই ঘটনা ঘটে। ৪৮ বছরের ওই বাস চালক রবিবার বেলা আড়াইটার দিকে ওসমানিয়া জেনারেল হাসপাতালে মারা যান।
বাস চালকের সহকারী সন্তোষ জানান, আমরা তার চিত্কার শুনতে পাচ্ছিলাম। কিন্তু স্টিয়ারিংয়ের ওপর নিজের নিয়ন্ত্রণ হারাননি। বাস পার্ক করে তবেই অজ্ঞান হয়ে যান। তার মনের জোরে বহু মানুষের প্রাণ বাঁচল।