রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ০৯:১১:১১

আশ্চর্য ঘটনা, ভূমিষ্ঠ হয়েই হাঁটতে শুরু করলো এই সদ্যজাত শিশুটি!

আশ্চর্য ঘটনা, ভূমিষ্ঠ হয়েই হাঁটতে শুরু করলো এই সদ্যজাত শিশুটি!

বিচিত্র জগৎ ডেস্ক: মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই শুরু করে কান্না। এছাড়া আর কী-ই বা করবে সদ্যজাত শিশুটি! কিন্তু না, এবার যা ঘটল তাকে চিকিৎসকরা 'মিরাকল' ছাড়া আর কিছুই বলতে পারছেন না।

ভূমিষ্ঠ হওয়া মাত্রই নাকি হাঁটতে শুরু করেছে এই শিশু! নিজের চোখকে বিশ্বাস করা কঠিন হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও তো সে প্রমাণই দিচ্ছে।

হাসপাতালের বিছানায় প্রসবের ঠিক পরপরই রেকর্ড করা হয়েছে ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে নার্সের হাতে ভর দিয়ে দিব্যি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে শিশুটি।

সদ্যোজাত শিশুর হাড় অত্যন্ত নরম হওয়ায় তার ঘাড় সোজা হতেও কয়েক মাস সময় লাগে। হাত, পায়ের হাড়ও নরম হওয়ায় চলা ফেরার প্রশ্নই ওঠে না। আড়াই-তিন বছরের আগে সাধারণত শিশুরা একেবারেই হাঁটতে পারে না।

আর সেখানে জন্মের পরমুহূর্তেই এমন কাণ্ড তাক লাগিয়ে দিয়েছে বিশেষজ্ঞদেরও। ভিডিওটি কোথাকার, তা এখনো স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় এই ওয়ান্ডার চাইল্ডের কা'ণ্ড-কারখানা আপাতত ভা'ইরা'ল হয়ে গেছে।

এ ব্যাপারে অনেকেই মজা করে লিখেছেন, ৫জি-র যুগে জন্মের পর এভাবেই দ্রুত বড় হয়ে যাচ্ছে শিশু। অনেকে আবার সদ্যোজাতকে 'স্পেশাল' মনে করে ঈশ্বরের চমৎকার বলে আখ্যা দিচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে