বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯, ০২:১৯:৩৬

নিজের দেওয়া উপহারেই ধরা খেলেন বান্ধবীর কাছে!

নিজের দেওয়া উপহারেই ধরা খেলেন বান্ধবীর কাছে!

বিচিত্র জগৎ ডেস্ক: উপহার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে এবার সাবধান হবেন। এমনও হতে পারে আপনার দেওয়া উপহারই আপনাকে বিপ'দে ফেলতে পারে। এমনটাই হল যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির ক্ষেত্রে।

যুক্তরাষ্ট্রের এনএফএল নেওটয়ার্কের সাংবাদিক জেন স্লাটার। এনএফএল, আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের অনুষ্ঠান সম্প্রচার করে। সাবেক বয়ফ্রেন্ড সম্পর্কে জেন তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন টুইটারে। সেখানে তিনি লিখেছেন কীভাবে তার এক সাবেক বয়ফ্রেন্ডের দেওয়া ফিটবিট ধ'রিয়ে দিয়েছিল তাকে (বয়ফ্রেন্ডকে)।

ফিটবিট হল ঘড়ির মতো হাতে পরার এক ইলেক্ট্রনিক্স যন্ত্র। যার মাধ্যমে শরী'রিক কস'রত বা অ্যাক্টি'ভিটি ট্র্যা'ক করা যায়। মোবাইলের সঙ্গে কানেক্ট করা যায় ফিটবিটকে। আবার দু’টি ফিটবিটকেও একে অপরের সঙ্গে ওয়্যারলেস পদ্ধতিতে যু'ক্ত করা যায়। এর ফলে, কেউ একজন কতটা শারীরিক কস'রত, পরিশ্রম করছেন, তা অন্যের ফিটবিট থেকে বোঝা যাবে।

জেন লিখেছেন, এক ক্রিসমাসে একটি ফিটবিট  উপহার দিয়েছিলেন সেই বয়ফ্রেন্ড। তার ফিটবিটের সঙ্গে নিজের ফিটবিটও কানেক্ট করে নিয়েছিলেন ওই প্রাক্তন বয়ফ্রেন্ড। এমন একটি উপহার পেয়ে জেন বেশ খুশি হয়েছিলেন বলে জানিয়েছেন।

সেই খুশি একদিন দুঃ'খে পরিণত হয়ে যায়। জেন লিখেছেন, একদিন ভোর চারটার সময় ওই প্রাক্তন বয়ফ্রেন্ডের শারীরিক সক্রিয়তা লক্ষ্য করেন। সেই সঙ্গে জেন পাঠকদের জানান, ভোর চারটার সময় জিমেও যাননি তার বয়ফ্রেন্ড।

এই ঘটনার পর, বয়ফ্রেন্ডের কাছে জেন জানতে চান গোটা বিষয়টি। ভোর চারটার সময় তার ওই প্রাক্তন বয়ফ্রেন্ড কী করছিলেন সেটা জানতে পেরেই সম্পর্ক ভে'ঙে দেন জেন। টুইটারে নিজের অভি'জ্ঞতার কথা শেয়ার করেছেন জেন স্লটার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে