মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১০:২১:৫৬

উদ্ধার করা হলো কোটি টাকা মূল্যের সাপ!

 উদ্ধার করা হলো কোটি টাকা মূল্যের সাপ!

বিচিত্র জগৎ ডেস্ক: রেড স্যান্ড বোয়া নামের বিষহীন এই সাপ সচরাচর দেখতে পাওয়া যায় না। এই সাপটি খুবই বিরল প্রজাতির। আন্তর্জাতিক বাজারে সাপটির বিশাল চাহিদা রয়েছে, বিশেষ করে মালয়েশিয়া ও চীনে। এটি অনেক দামি ওষুধ ও প্রসাধনী উৎপাদন এবং কালো জাদুতে ব্যবহৃত হয়। স্থানীয় বাজারে এর দাম ভারতীয় ৫-১০ লাখ রুপির মতো হলেও আন্তর্জাতিক বাজারে সাপটির দাম বাংলাদেশী মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা। আনন্দবাজার

মূল্যবান সেই সাপটি বিক্রি করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৫ জন। তাদের মধ্যে ৩ জন আবার অপ্রাপ্তবয়স্ক। রোববার এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের নরসিংহগড়ে।

মধ্যপ্রদেশের পুলিশ জানায়,সেহোর জেলা থেকে রেড স্যান্ড বোয়া সাপটিকে এনেছিলো অভিযুক্তরা। নরসিংহগড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তারা যখন মোবাইলে সাপটিকে বিক্রির জন্য দরা ক'ষাক'ষি করছিলো তখন তা শুনতে পায় পুলিশের ইনফর্মার। তার কাছে থেকে খবর পেয়েই নরসিংহগড়ের পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তদের। তাদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইনে মামলাও দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে